এশিয়ার শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় দুই বাংলাদেশি
ইমামা খাতুন
- আপডেট :
১২ জুন ২০২৩, সোমবার
- / 6
পুবের কলম,ওয়েবডেস্ক: এশিয়ার শীর্ষ ১০০ বিজ্ঞানীর তালিকায় ঠাঁই করে নিয়েছেন বাংলাদেশের দুই নারী। সিঙ্গাপুরভিত্তিক বিজ্ঞান বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্টের তালিকায় ঠাঁই পাওয়া দুই বাংলাদেশি হলেন সেঁজুতি সাহা এবং অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেসা। প্রতি বছরের মতো এবারও এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান বিষয়ক সাময়িকী এশিয়ান সায়েন্টিস্ট। তালিকায় স্থান পাওয়া দুই বাংলাদেশির একজন হলেন বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের (সিএইচআরএফ) পরিচালক সেঁজুতি সাহা এবং অপরজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরি। ২০১৬ সাল থেকেই গবেষণায় অনবদ্য অবদান রাখা বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করে আসছে এশিয়ান সায়েন্টিস্ট। এবার অষ্টমবারের মতো তালিকা প্রকাশ করল প্রতিষ্ঠানটি। সেঁজুতি সাহা বাংলাদেশের অন্যতম একজন নারী বিজ্ঞানী। সেঁজুতি সাহার দলের সদস্যরা চিকুনগুনিয়া ভাইরাস সম্পর্কিত নানা অজানা তথ্য প্রমাণে অবদান রেখেছেন। এভাবে রোগটির চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেঁজুতি সাহা। এ দিকে, গাওসিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরি ২০২২ সালে ওডব্লিওএসডি-এলজাইভার ফাউন্ডেশন পুরস্কার পেয়েছিলেন। দেশের জলপথে প্লাস্টিক দূষণের ঝুঁকি নিয়ে কাজ করছেন তিনি।