ট্রেনের ইঞ্জিন বদল করতে গিয়ে মৃত্যু দুই চালকের

- আপডেট : ১৯ নভেম্বর ২০২২, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক: ট্রেনের ইঞ্জিন বদল করতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হলেন দুই চালক। মৃত্যু হয়েছে দুই চালকের। ঝাড়খণ্ডের চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের রাজখারসাওয়ানে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিন বদল করতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যুর মুখে ঢলে পড়েন দুই চালক। কর্মরত অবস্থায় এই ঘটনায় দুই চালকের মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠেছে।
ট্রেনের ইঞ্জিন বদল করতে গিয়ে মুম্বই-হাওড়া মেল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই দুই চালকের। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। একেবারে রেললাইনের উপরই মৃত্যু হয়েছে তাঁদের।
রেল সূত্রে খবর, মৃত দুই ট্রেন চালকের নাম, ডি.কে সাহানা এবং মহম্মদ আখতার আলম। রেললাইনে নেমে ট্রেনের ইঞ্জিন বদল করার সময় মুম্বই-হাওড়া মেল এক্সপ্রেসের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে। মুম্বই-হাওড়া মেল এক্সপ্রেসের গতিবেগ এতটাই বেশি ছিল যে, ডি.কে সাহানা এবং মহম্মদ আখতার আলম ট্রেন আসছে দেখতে পেলেও সরে যাওয়ার সময় পাননি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন রেলের কর্মী ও চক্রধরপুর ডিভিশনের আধিকারিকেরা। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।