০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নেদারল্যান্ডসের বুকে দু’টি মসজিদ উদ্বোধন তুরস্কের

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার
  • / 21

Bursa, Turkey - February 04, 2017: People are walking near the Orhan Gazi Mosque (Orhan Camii) in Bursa, Turkey

পুবের কলম ওয়েবডেস্কঃনেদারল্যান্ডসে ২টি মসজিদ উদ্বোধন করল তুরস্ক। মসজিদ উদ্বোধন করার আগে তুর্কি ধর্ম বিষয়ক অধিদফতরের প্রধান প্রফেসর ড. আলি আরবাশ নেদারল্যান্ডস সফর করেন। তুর্কি মিডিয়া সূত্রে খবর, আলি আরবাশের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং একই সাথে মসজিদ দুটি মুসল্লিদের ইবাদতের জন্য খুলে দেওয়া হয়। মসজিদ দুটি যথাক্রমে হেগ ও ডেনবোশ শহরে অবস্থিত। হেগের মসজিদটির নাম আহি ইভরান ও দ্বিতীয় মসিজিদটি হল, ওরহান গাজি। রবিবার ওরহান গাজি মসজিদ উদ্বোধনের সময় আলি আরবাশ বলেন, ‘মসজিদটি ২৪ ঘণ্টাই বিভিন্ন পরিষেবা দেবে।’ তিনি আরও বলেন, ‘মসজিদ শুধু আমাদের নামাযের স্থানই নয়, আমাদের মসজিদগুলো শিক্ষা ও অনুশীলন কেন্দ্রও বটে। মসজিদ প্রতিষ্ঠার সাথে সাথে সেখানে আমাদের জ্ঞান-প্রজ্ঞা ও শিষ্টাচার শিক্ষারও ব্যবস্থা করা জরুরি। কেননা, এটাই আমাদের ধর্ম।’ আলি আরবাশ মসজিদের মুসল্লিদের পরিপূর্ণ ইসলাম মেনে জীবনযাপনের আহ্বান জানান। তাঁর মতে এভাবেই অমুসলিমরা ইসলামের প্রতি আকর্ষিত হবেন। ওরহান গাজি মসজিদটি ডাচ রিলিজিয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রোটারডামে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত, ডাচ ধর্মীয় অধিদফতরের প্রধানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেদারল্যান্ডসের বুকে দু’টি মসজিদ উদ্বোধন তুরস্কের

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃনেদারল্যান্ডসে ২টি মসজিদ উদ্বোধন করল তুরস্ক। মসজিদ উদ্বোধন করার আগে তুর্কি ধর্ম বিষয়ক অধিদফতরের প্রধান প্রফেসর ড. আলি আরবাশ নেদারল্যান্ডস সফর করেন। তুর্কি মিডিয়া সূত্রে খবর, আলি আরবাশের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং একই সাথে মসজিদ দুটি মুসল্লিদের ইবাদতের জন্য খুলে দেওয়া হয়। মসজিদ দুটি যথাক্রমে হেগ ও ডেনবোশ শহরে অবস্থিত। হেগের মসজিদটির নাম আহি ইভরান ও দ্বিতীয় মসিজিদটি হল, ওরহান গাজি। রবিবার ওরহান গাজি মসজিদ উদ্বোধনের সময় আলি আরবাশ বলেন, ‘মসজিদটি ২৪ ঘণ্টাই বিভিন্ন পরিষেবা দেবে।’ তিনি আরও বলেন, ‘মসজিদ শুধু আমাদের নামাযের স্থানই নয়, আমাদের মসজিদগুলো শিক্ষা ও অনুশীলন কেন্দ্রও বটে। মসজিদ প্রতিষ্ঠার সাথে সাথে সেখানে আমাদের জ্ঞান-প্রজ্ঞা ও শিষ্টাচার শিক্ষারও ব্যবস্থা করা জরুরি। কেননা, এটাই আমাদের ধর্ম।’ আলি আরবাশ মসজিদের মুসল্লিদের পরিপূর্ণ ইসলাম মেনে জীবনযাপনের আহ্বান জানান। তাঁর মতে এভাবেই অমুসলিমরা ইসলামের প্রতি আকর্ষিত হবেন। ওরহান গাজি মসজিদটি ডাচ রিলিজিয়ন ফাউন্ডেশন দ্বারা পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রোটারডামে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত, ডাচ ধর্মীয় অধিদফতরের প্রধানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন: দাবানলে জ্বলছে তুরস্কের ইজমির, গ্রাম খালি, বিমানবন্দর বন্ধ

আরও পড়ুন: তুরস্কের ‘কান’ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া, প্রথম আন্তর্জাতিক চুক্তি