০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল তুষারপাতে হিমাচলের লাহুল-স্পিতিতে দুই শ্রমিকের মৃত্যু, নিখোঁজ এক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 63

 

পুবের কলম ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলায় তুষারধসে বর্ডার রোড অর্গানাইজেশনের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের দল দুটির মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজ যুবকের সন্ধান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখু , রবিবারে শপথ

রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন , মৃত শ্রমিকদের মধ্যে রয়েছে ১৯ বছর বয়সী রাম বুদ্ধ এবং রাকেশ।রাকেশ চাম্বার বাসিন্দা। রাম বুদ্ধ নেপালের।

নিখোঁজ ব্যক্তির নাম শেরিং লামা (২৭), যিনি নেপালের বাসিন্দা। জেলা সদর দফতর কেলং থেকে ৩৫ কিলোমিটার দূরে শিকুনলা পাসের কাছে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সন্ধ্যায় দারচা-শিঙ্কুলা সড়কের ছিকা গ্রামের কাছে এই বরফটি পড়ে। এ সময় সীমান্ত সড়ক সংস্থার কর্মীরা বরফ অপসারণ করছিলেন। আকস্মিক তুষারধসের কারণে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিন শ্রমিকের পাশাপাশি একটি তুষার কাটার যন্ত্র ও যন্ত্রপাতিও তুষারধসের নিচে পড়ে যায়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল তুষারপাতে হিমাচলের লাহুল-স্পিতিতে দুই শ্রমিকের মৃত্যু, নিখোঁজ এক

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের লাহুল স্পিতি জেলায় তুষারধসে বর্ডার রোড অর্গানাইজেশনের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছে বলে জানা গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজের দল দুটির মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজ যুবকের সন্ধান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখু , রবিবারে শপথ

রাজ্য বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন , মৃত শ্রমিকদের মধ্যে রয়েছে ১৯ বছর বয়সী রাম বুদ্ধ এবং রাকেশ।রাকেশ চাম্বার বাসিন্দা। রাম বুদ্ধ নেপালের।

নিখোঁজ ব্যক্তির নাম শেরিং লামা (২৭), যিনি নেপালের বাসিন্দা। জেলা সদর দফতর কেলং থেকে ৩৫ কিলোমিটার দূরে শিকুনলা পাসের কাছে দুর্ঘটনাটি ঘটে। রবিবার সন্ধ্যায় দারচা-শিঙ্কুলা সড়কের ছিকা গ্রামের কাছে এই বরফটি পড়ে। এ সময় সীমান্ত সড়ক সংস্থার কর্মীরা বরফ অপসারণ করছিলেন। আকস্মিক তুষারধসের কারণে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তিন শ্রমিকের পাশাপাশি একটি তুষার কাটার যন্ত্র ও যন্ত্রপাতিও তুষারধসের নিচে পড়ে যায়।