ট্রেন লাইনে আত্মঘাতী দুই প্রেমিক যুগল, চাঞ্চল্য

- আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার
- / 48
পুবের কলম প্রতিবেদক, জয়নগর: ট্রেনে কাটা পড়ে আত্মঘাতী দুই প্রেমিক যুগল। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা রেল ব্রিজ এলাকায়। মৃত প্রেমিক যুগল সাবির মোল্লা ও মরিয়ম খাতুন। দুজনেই উস্তি থানার নাজরা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতি বার সন্ধ্যায় দেউলা রেল ব্রিজ এর কাছে দুই প্রেমিক যুগল ট্রেনের সামনে ঝাঁপ দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। পরে তাদেরকে উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।জানা যায়, মরিয়ম খাতুনের একটি মেয়ে রয়েছে প্রথম স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায় পরে এলাকারই যুবক সাবির মোল্লার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রেমিক যুগল আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।