ওড়িশায় গুলির লড়াইয়ে নিহত দুই মাওবাদী

- আপডেট : ১ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 22
পুবের কলম ওয়েবডেস্ক: ওড়িশার কান্ধামাল অঞ্চলে নিহত দুই মাওবাদী। রবিবার ডিভিএফ, এসওজি ও ওড়িশা পুলিশ মাওবাদী নিকেশের অভিযান চালায়। মূলত কান্ধামাল জেলার অন্তর্গত বালিগুডা থানার জঙ্গলমহলে চলে এই অভিযান।
সোমবার এই মাওবাদী বিরোধী অভিযানে পুলেশের হাতে নিহত হন দুজন। দুই দিনের এই অভিযানে পুলিশ জানায়, মাওবাদীদের তরফ থেকে প্রথমে হামলা করা হয়। মাওবাদীদের গুলির জেরে আহত হন এক পুলিশ কর্মী। তারপর ওড়িশার গভির জঙ্গলে চলে গুলির লড়াই। ওড়িশা পুলিশ এদিন জানায়, “গুলির লড়ায়ে সোমবার দুই মাওবাদী নিহত হয়”। জানা গিয়েছে ছত্তিশগড়ের সীমান্তবর্তী এলাকায় এই মাওবাদীদের বাস ছিল।
নিহত মাওবাদীদের পুলিশ চিহ্নিত করতে পেরেছে। তারা মাওবাদী দলের বিশেষ কর্মী। তাদের মানকু ও চন্দন নামে চিহ্নিত করা হয়েছে। যদিও দুই মাওবাদীর ব্যবস্থা পুলিশ করে, তাদের দলের অন্য সদস্যরা এখনও ফারার।
এদিন পুলিশ জানিয়েছে, তাদের ও মাওবাদী দলের মধ্যে এই গুলির সংঘাতের পর, ঘটনাস্থল থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রর পাশাপাশি মূলত অনেক কটা রাইফেল ও ওয়াকি-টকি পাওয়া গিয়েছে।