০৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আনিসকাণ্ডে ধৃত দুই পুলিশকর্মীর জামিন খারিজ, ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 12

পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিসকাণ্ডে ধৃত দুই পুলিশকর্মীর জামিন খারিজ করল উলুবেড়িয়া আদালত। ধৃতদের ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক।

এখনও পর্যন্ত আনিসকাণ্ডে জট কাটল না। সময় যত এগোচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যেই এই খুনের ঘটনায় হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিট গঠন করা হয়েছে মুখ্যসচিব ও ডিজির নেতৃত্বে।

আরও পড়ুন: পবিত্র রমযান শুরু হতে পারে ২৩ মার্চ

আনিস খান হত্যাকাণ্ডে আজ ফের উলুবেড়িয়া আদালতে তোলা হল ওই  মামলায় গ্রেফতার হওয়া হোমগার্ড ও সিভিক পুলিশ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্যকে। এরপর আদালত ধৃত ২ পুলিশ কর্মীর জামিন নাকচ করে দেয়। ফের ২৩ মার্চ শুনানির দিন ধার্য করল উলুবেড়িয়া আদালত। এরপরে উলুবেড়িয়া আদালত থেকে পুনরায় ধৃতদের উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই দুই অভিযুক্তের বিরুদ্ধে ৩০২,২০১,৩৪ নম্বর ধারাতে মামলা রুজু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ।

আরও পড়ুন: আনিস-কাণ্ডে পুলিশি অভিযানই ছিল বেআইনি, হাইকোর্টে স্বীকারোক্তি রাজ্যের

আজকে ধৃতদের আদালতে পেশ করা নিয়ে আনিস খানের পিতার আইনজীবী আহমেদ মিদ‍্যা জানান,  আজকে ওই দুই ধৃত জামিনের জন্য আবেদন জানান। যদিও বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। পাশাপাশি এই মামলাতে কিছু গাড়ি ও বাইক পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কয়েকটি পুলিশের পোশাকও হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাঁসখালি ধর্ষণকাণ্ডে জামিন নাকচ মূল অভিযুক্ত ধর্ষকের বাবা ও তাঁর বন্ধুর

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আনিস খান হত্যার ঘটনা ঘটে। আনিসে বাবার অভিযোগ সেই রাতে পুলিশকর্মীরা তার বাড়িতে এসেছিলেন। তারা বলেন, আনিসের সঙ্গে পুরনো কেসের বিষয়ে কিছু কথা আছে। তার পরেই তিনতলা থেকে ঝুপ করে কিছু পড়ার আওয়াজ পান তারা। গিয়ে দেখেন তার ছেলের দেহ পড়ে আছে। তার পরেই আনিসের দেহের ময়নাতদন্ত হলেও সেই রিপোর্টে সন্তুষ্ট হয় না আনিসের পরিবার। ফের ময়নাতদন্তের আবেদন জানায় তারা। ফের সিট, ও জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিসের দেহ তুলে এসএসকেএম- ময়নাতদন্ত করা হয়। প্রথমে পরিবারের তরফে আনিসের তদন্তে সিবিআই তদন্তের দাবি তোলা হয়। পরে হাইকোর্ট নির্দেশে, সিট-এর তদন্তে রাজি হয় তারা।

অন্যদিকে আনিস কাণ্ডে হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। পথে নেমেছে আলিয়া সহ যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আনিসকাণ্ডে ধৃত দুই পুলিশকর্মীর জামিন খারিজ, ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ

আপডেট : ১০ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আনিসকাণ্ডে ধৃত দুই পুলিশকর্মীর জামিন খারিজ করল উলুবেড়িয়া আদালত। ধৃতদের ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি বাইক।

এখনও পর্যন্ত আনিসকাণ্ডে জট কাটল না। সময় যত এগোচ্ছে তত রহস্য ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যেই এই খুনের ঘটনায় হস্তক্ষেপ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিট গঠন করা হয়েছে মুখ্যসচিব ও ডিজির নেতৃত্বে।

আরও পড়ুন: পবিত্র রমযান শুরু হতে পারে ২৩ মার্চ

আনিস খান হত্যাকাণ্ডে আজ ফের উলুবেড়িয়া আদালতে তোলা হল ওই  মামলায় গ্রেফতার হওয়া হোমগার্ড ও সিভিক পুলিশ কাশীনাথ বেরা ও প্রীতম ভট্টাচার্যকে। এরপর আদালত ধৃত ২ পুলিশ কর্মীর জামিন নাকচ করে দেয়। ফের ২৩ মার্চ শুনানির দিন ধার্য করল উলুবেড়িয়া আদালত। এরপরে উলুবেড়িয়া আদালত থেকে পুনরায় ধৃতদের উলুবেড়িয়া উপসংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হয়। এই দুই অভিযুক্তের বিরুদ্ধে ৩০২,২০১,৩৪ নম্বর ধারাতে মামলা রুজু করেছে হাওড়া গ্রামীণ পুলিশ।

আরও পড়ুন: আনিস-কাণ্ডে পুলিশি অভিযানই ছিল বেআইনি, হাইকোর্টে স্বীকারোক্তি রাজ্যের

আজকে ধৃতদের আদালতে পেশ করা নিয়ে আনিস খানের পিতার আইনজীবী আহমেদ মিদ‍্যা জানান,  আজকে ওই দুই ধৃত জামিনের জন্য আবেদন জানান। যদিও বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। পাশাপাশি এই মামলাতে কিছু গাড়ি ও বাইক পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। কয়েকটি পুলিশের পোশাকও হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন: হাঁসখালি ধর্ষণকাণ্ডে জামিন নাকচ মূল অভিযুক্ত ধর্ষকের বাবা ও তাঁর বন্ধুর

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আনিস খান হত্যার ঘটনা ঘটে। আনিসে বাবার অভিযোগ সেই রাতে পুলিশকর্মীরা তার বাড়িতে এসেছিলেন। তারা বলেন, আনিসের সঙ্গে পুরনো কেসের বিষয়ে কিছু কথা আছে। তার পরেই তিনতলা থেকে ঝুপ করে কিছু পড়ার আওয়াজ পান তারা। গিয়ে দেখেন তার ছেলের দেহ পড়ে আছে। তার পরেই আনিসের দেহের ময়নাতদন্ত হলেও সেই রিপোর্টে সন্তুষ্ট হয় না আনিসের পরিবার। ফের ময়নাতদন্তের আবেদন জানায় তারা। ফের সিট, ও জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিসের দেহ তুলে এসএসকেএম- ময়নাতদন্ত করা হয়। প্রথমে পরিবারের তরফে আনিসের তদন্তে সিবিআই তদন্তের দাবি তোলা হয়। পরে হাইকোর্ট নির্দেশে, সিট-এর তদন্তে রাজি হয় তারা।

অন্যদিকে আনিস কাণ্ডে হত্যাকারীদের শাস্তির দাবিতে উত্তপ্ত হয়েছে রাজ্য-রাজনীতি। পথে নেমেছে আলিয়া সহ যাদবপুর থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।