১৫ জুন ২০২৫, রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

‘দ্বি-রাষ্ট্র সমাধানই আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার ভিত্তি’

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ মে ২০২৪, সোমবার
  • / 10

ব্রাসেলস, ২৭ মে: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনও সম্পর্ক স্থাপন না করার কথা আগেই জানিয়েছে সউদি আরব। এবার দেশটি বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলও থাকতে পারে না। দ্বি-রাষ্ট্র সমাধানই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি হতে পারে বলে মনে করে সউদি আরব।

 

তাই ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে রিয়াধ। ব্রাসেলসে আরব ও ইউরোপীয় বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সউদি বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে যে নিরাপত্তা চাওয়া হচ্ছে ইসরায়েল তা স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয়।’

 

বিন-ফারহান আরও বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই নিরাপত্তা পাবে ইসরাইল। তাই আমরা আন্তরিকভাবে আশা করি, ইসরাইলের নেতারা বুঝতে পারবেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজ করাটা তাদের স্বার্থে ভালো।’ এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনও সম্পর্ক স্থাপন করা হবে না বলে সাফ জানিয়ে দেয় সউদি আরব।

 

১৯৬৭ সালে সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। সোমবার সউদি আরবের বিদেশমন্ত্রকও ইসরাইলের সমালোচনা করেছে। গাজার নিরীহ মানুষদের ওপর চালানো গণহত্যা নিয়ে সউদি বিদেশমন্ত্রক বলেছে, ‘ইসরাইলি বাহিনী দ্বারা সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই। এই গণহত্যা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, এমন নজিরবিহীন মানবিক বিপর্যয়কে রোধ করতে হবে।’

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘দ্বি-রাষ্ট্র সমাধানই আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার ভিত্তি’

আপডেট : ২৭ মে ২০২৪, সোমবার

ব্রাসেলস, ২৭ মে: স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনও সম্পর্ক স্থাপন না করার কথা আগেই জানিয়েছে সউদি আরব। এবার দেশটি বলেছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরাইলও থাকতে পারে না। দ্বি-রাষ্ট্র সমাধানই আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি হতে পারে বলে মনে করে সউদি আরব।

 

তাই ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে রিয়াধ। ব্রাসেলসে আরব ও ইউরোপীয় বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে সউদি বিদেশমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের মাধ্যমে যে নিরাপত্তা চাওয়া হচ্ছে ইসরায়েল তা স্বীকার করে না এবং এটি খুবই উদ্বেগের বিষয়।’

 

বিন-ফারহান আরও বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই নিরাপত্তা পাবে ইসরাইল। তাই আমরা আন্তরিকভাবে আশা করি, ইসরাইলের নেতারা বুঝতে পারবেন যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে কাজ করাটা তাদের স্বার্থে ভালো।’ এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনও সম্পর্ক স্থাপন করা হবে না বলে সাফ জানিয়ে দেয় সউদি আরব।

 

১৯৬৭ সালে সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুসালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। সোমবার সউদি আরবের বিদেশমন্ত্রকও ইসরাইলের সমালোচনা করেছে। গাজার নিরীহ মানুষদের ওপর চালানো গণহত্যা নিয়ে সউদি বিদেশমন্ত্রক বলেছে, ‘ইসরাইলি বাহিনী দ্বারা সব আন্তর্জাতিক আইন-কানুন লঙ্ঘনের তীব্র নিন্দা জানাই। এই গণহত্যা রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে, এমন নজিরবিহীন মানবিক বিপর্যয়কে রোধ করতে হবে।’