১৭ নভেম্বর ২০২৫, সোমবার, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দ্রুতগতিতে আসা ট্রেনের সামনে রিল ভিডিও বানাতে গিয়ে মৃত্যু  দুই পড়ুয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 186

REPRESENTATIVE IMAGE

পুবের কলম ওয়েবডেস্ক: মোবাইলে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের। মৃতরা হলেন বংশ শর্মা (২৩) এবং মনু (২০)। বংশ বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র। আর মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি সেলসম্যানেরও কাজ করতেন তিনি।  চলন্ত ট্রেনের সামনে ভিডিও বানাতে গিয়ে মৃত্যু হয় এই দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে ঘটেছে দিল্লির কান্তিনগর উড়ালপুলের কাছে সহদরা এলাকায়। গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, কান্তিনগর উড়ালপুলের নীচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। দু’জনেরই বাড়ি কান্তিনগর এক্সটেনশনে। একটি ট্রেন দুরন্ত গতিতে ছুটে আসছিল। দ্রুত গতিতে আসা ট্রেনকে দেখে রিল বানানো শুরু করেন ওই দুই বন্ধু।  কিন্তু ট্রেনটি দ্রুত কাছে চলে আসায় আর সরতে পারেননি ওই দুই জন। ট্রেনের ধাক্কায় দুই জনই দূরে ছিটকে পড়েন রেল লাইনের ধারে।  রক্তাক্ত অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা স্টেশনে খবর দেন। সেখান থেকে রেলপুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি ফোন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। বংশের দু’টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল। একটিতে নিজেকে ভিডিয়ো ক্রিয়েটর হিসাবে পরিচয় দিয়েছেন। অন্য অ্যাকাউন্টে নিজেকে রাজনীতিক হিসাবে দাবি করেছেন। ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দ্রুতগতিতে আসা ট্রেনের সামনে রিল ভিডিও বানাতে গিয়ে মৃত্যু  দুই পড়ুয়ার

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: মোবাইলে ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ছাত্রের। মৃতরা হলেন বংশ শর্মা (২৩) এবং মনু (২০)। বংশ বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র। আর মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি সেলসম্যানেরও কাজ করতেন তিনি।  চলন্ত ট্রেনের সামনে ভিডিও বানাতে গিয়ে মৃত্যু হয় এই দুই বন্ধুর। ঘটনাটি ঘটেছে ঘটেছে দিল্লির কান্তিনগর উড়ালপুলের কাছে সহদরা এলাকায়। গত ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, কান্তিনগর উড়ালপুলের নীচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। দু’জনেরই বাড়ি কান্তিনগর এক্সটেনশনে। একটি ট্রেন দুরন্ত গতিতে ছুটে আসছিল। দ্রুত গতিতে আসা ট্রেনকে দেখে রিল বানানো শুরু করেন ওই দুই বন্ধু।  কিন্তু ট্রেনটি দ্রুত কাছে চলে আসায় আর সরতে পারেননি ওই দুই জন। ট্রেনের ধাক্কায় দুই জনই দূরে ছিটকে পড়েন রেল লাইনের ধারে।  রক্তাক্ত অবস্থায় দুই যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরা স্টেশনে খবর দেন। সেখান থেকে রেলপুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে এসেছেন, ২০০২ সালের তালিকায় নাম নেই, SIR আতঙ্কে নদিয়ার তাহেরপুরে মৃত্যু শ্যামলকুমার সাহা

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে দু’টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তার মধ্যে একটি ফোন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে। বংশের দু’টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল। একটিতে নিজেকে ভিডিয়ো ক্রিয়েটর হিসাবে পরিচয় দিয়েছেন। অন্য অ্যাকাউন্টে নিজেকে রাজনীতিক হিসাবে দাবি করেছেন। ইতিমধ্যেই তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ইসরো প্রধান K Kasturirangan

আরও পড়ুন: থামল লড়াই, প্রয়াত হলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা