০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বীরভূম জেলার উজ্জ্বল কন্যাশ্রী হলেন দশম শ্রেণীর সুনন্দা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২১, বুধবার
  • / 31

কৌশিক সালুইঃ বীরভূম পুঁথিগত বিদ্যা অর্জন করে শুধুমাত্র শিক্ষিত হওয়া নয় হাতে কলমে কাজ করে সমাজের জন্য কিছু করার চেষ্টা। আর তা থেকেই এবারের বীরভূম জেলার উজ্জ্বল কন্যাশ্রী হয়েছেন সুনন্দা ব্যানার্জি। শনিবার কন্যাশ্রী দিবসে সেই কাজের স্বীকৃতি হিসেবে মিলেছে রাজ্য সরকারের দেওয়া শংসাপত্র স্মৃতি ফলক এবং আর্থিক পুরষ্কার। সিউড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সেই সম্মাননা তুলে দেন জেলাশাসক বিধান রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

     সুনন্দা ব্যানার্জি বীরভূমের রজতপুর ইন্দ্রনারায়ন বিদ্যাপীঠ এর দশম শ্রেণীর ছাত্রী। এদিন উজ্জ্বল কন্যাশ্রী সম্মানে সংবর্ধিত করা হলো তাকে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে দেওয়া শংসাপত্র মান ফলক আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। পড়াশোনা করতে করতে সে শিখেছে রাসায়নিক সার এবং কীটনাশক কৃষি ক্ষেত্রে প্রয়োগ কিভাবে মানব শরীরে ক্ষতি করে এছাড়া জৈব চাষে উৎপাদিত ফসল মানুষের উপকারে লাগে।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

তা থেকেই প্রথমে নিজের বাড়িতে প্রথমে পরীক্ষামূলকভাবে বাড়ির ফল ও সবজির খোসা, খর ,গোবর দিয়ে জৈব সার এবং নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি। পরে সেটা এলাকার চাষীদের কাছে কাছে গিয়ে নিজের হাতে কলমের কাজের বর্ণনা দিয়ে জৈব সার দিয়ে চাষ করার উপকারিতা বোঝাচ্ছেন। সমাজ সচেতনতার সেই বার্তা দিয়ে প্রশাসনিক স্বীকৃতিও মিলেছে তার।

আরও পড়ুন: ১১ মার্চ বসন্ত উৎসব বিশ্বভারতীতে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

 তাই ২০২১  সালের বীরভূম জেলার উজ্জ্বল কন্যাশ্রী হিসেবে সুনন্দা ব্যানার্জী কে পুরস্কৃত করা হয়েছে। সুনন্দা জানান,” এদিনের এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে সমাজের জন্য আরও ভাল কিছু করার উৎসাহিত করবে”।

আরও পড়ুন: ২৫ নভেম্বর বীরভূম জেলা নিয়ে বৈঠক অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বীরভূম জেলার উজ্জ্বল কন্যাশ্রী হলেন দশম শ্রেণীর সুনন্দা

আপডেট : ১৮ অগাস্ট ২০২১, বুধবার

কৌশিক সালুইঃ বীরভূম পুঁথিগত বিদ্যা অর্জন করে শুধুমাত্র শিক্ষিত হওয়া নয় হাতে কলমে কাজ করে সমাজের জন্য কিছু করার চেষ্টা। আর তা থেকেই এবারের বীরভূম জেলার উজ্জ্বল কন্যাশ্রী হয়েছেন সুনন্দা ব্যানার্জি। শনিবার কন্যাশ্রী দিবসে সেই কাজের স্বীকৃতি হিসেবে মিলেছে রাজ্য সরকারের দেওয়া শংসাপত্র স্মৃতি ফলক এবং আর্থিক পুরষ্কার। সিউড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সেই সম্মাননা তুলে দেন জেলাশাসক বিধান রায়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৌশিক সিনহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

     সুনন্দা ব্যানার্জি বীরভূমের রজতপুর ইন্দ্রনারায়ন বিদ্যাপীঠ এর দশম শ্রেণীর ছাত্রী। এদিন উজ্জ্বল কন্যাশ্রী সম্মানে সংবর্ধিত করা হলো তাকে। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর এর পক্ষ থেকে দেওয়া শংসাপত্র মান ফলক আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় তাকে। পড়াশোনা করতে করতে সে শিখেছে রাসায়নিক সার এবং কীটনাশক কৃষি ক্ষেত্রে প্রয়োগ কিভাবে মানব শরীরে ক্ষতি করে এছাড়া জৈব চাষে উৎপাদিত ফসল মানুষের উপকারে লাগে।

আরও পড়ুন: বীরভূমে বন্ধ Internet services

তা থেকেই প্রথমে নিজের বাড়িতে প্রথমে পরীক্ষামূলকভাবে বাড়ির ফল ও সবজির খোসা, খর ,গোবর দিয়ে জৈব সার এবং নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি। পরে সেটা এলাকার চাষীদের কাছে কাছে গিয়ে নিজের হাতে কলমের কাজের বর্ণনা দিয়ে জৈব সার দিয়ে চাষ করার উপকারিতা বোঝাচ্ছেন। সমাজ সচেতনতার সেই বার্তা দিয়ে প্রশাসনিক স্বীকৃতিও মিলেছে তার।

আরও পড়ুন: ১১ মার্চ বসন্ত উৎসব বিশ্বভারতীতে, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

 তাই ২০২১  সালের বীরভূম জেলার উজ্জ্বল কন্যাশ্রী হিসেবে সুনন্দা ব্যানার্জী কে পুরস্কৃত করা হয়েছে। সুনন্দা জানান,” এদিনের এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে সমাজের জন্য আরও ভাল কিছু করার উৎসাহিত করবে”।

আরও পড়ুন: ২৫ নভেম্বর বীরভূম জেলা নিয়ে বৈঠক অভিষেকের