আজ দিল্লি দাঙ্গা মামলায় জামিন আবেদনের রায় দিল্লি হাইকোর্টে

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 112
পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্ট মঙ্গলবার ২০২০ সালের ফেব্রুয়ারির দিল্লি দাঙ্গার ষড়যন্ত্র সংক্রান্ত মামলায় অভিযুক্ত কয়েকজন কর্মীর জামিন আবেদন নিয়ে রায় ঘোষণা করতে পারে। এই মামলায় ইউএপিএ ধারায় (Unlawful Activities Prevention Act) অভিযুক্তদের মধ্যে রয়েছেন শারজিল ইমাম, উমর খালিদসহ আরও কয়েকজন।
ন্যায়পালিকার বেঞ্চে রয়েছেন বিচারপতি নবীন চাওলা এবং শালিন্দর কৌর। ৯ জুলাই মামলার উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানির পর আদালত রায় সংরক্ষণ করেছিল। আজ বিকেল ২টা ৩০ মিনিটে রায় ঘোষণা হওয়ার কথা।
যাদের জামিন আবেদনের রায় ঘোষিত হবে তারা হলেন—শারজিল ইমাম, উমর খালিদ, মোহাম্মদ সেলিম খান, শিফাউর রহমান, আথার খান, মীরান হায়দার, আবদুল খালিদ সাইফি এবং গালফিশা ফাতিমা।রাষ্ট্রপক্ষ শুরু থেকেই জামিনের বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এটি আকস্মিক দাঙ্গা নয়; বরং দীর্ঘ পরিকল্পনা ও ষড়যন্ত্রের ফসল। এর মূল উদ্দেশ্য ছিল দেশকে আন্তর্জাতিক স্তরে কলঙ্কিত করা।