২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভয়ে গৃহবন্দি, কুলতলিতে ফের বাঘের গর্জন

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 121

পুবের কলম প্রতিবেদক– কুলতলি­ আবার দক্ষিণরায়ের ভয়ে গৃহবন্দি হযে পড়লেন  সুন্দরবনের মানুষজন। কারণ আবারও সেখানকার মানুষ বাঘের পদচিহ্ন ও হুঙ্কার শুনেছে। কিছুদিন আগেই দক্ষিণরায় এই অঞ্চলের একাধিক জায়গায় দেখা গিয়েছিল। বন দফতরের কর্মীরা এসে ফাঁদ পেতে উদ্ধার করেছিল। এবার একই জায়গায় দেখা দিল বাঘ। সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকার বাসিন্দারা  বুধবার বাঘের পায়ের ছাপ দেখতে পান। তখন থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের কর্মীরা জাল দিয়ে ঘিরে ফেলেন।

বন দফতর সূত্রে খবর– বুধবার পেটকুলচাঁদ এলাকায় এই পায়ের ছাপ মিলেছে। তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। মহিলারা নদীতে মীন ধরতে গিয়ে মাতলা নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তবে বাঘ মামা এখন কোথায় আছে তা সবারই অজানা। জাল ফেলে বেশ কয়েকটি জায়গা ঘেরা হয়েছে। তাতে বাঘ ধরা পড়লে ভাল। না হলে ফাঁদ পাততে হবে।

আরও পড়ুন: অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি সুন্দরবনের বাঘ

আরও পড়ুন: কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় ফের আতঙ্ক
Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভয়ে গৃহবন্দি, কুলতলিতে ফের বাঘের গর্জন

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

পুবের কলম প্রতিবেদক– কুলতলি­ আবার দক্ষিণরায়ের ভয়ে গৃহবন্দি হযে পড়লেন  সুন্দরবনের মানুষজন। কারণ আবারও সেখানকার মানুষ বাঘের পদচিহ্ন ও হুঙ্কার শুনেছে। কিছুদিন আগেই দক্ষিণরায় এই অঞ্চলের একাধিক জায়গায় দেখা গিয়েছিল। বন দফতরের কর্মীরা এসে ফাঁদ পেতে উদ্ধার করেছিল। এবার একই জায়গায় দেখা দিল বাঘ। সুন্দরবনের কুলতলি ব্লকের পেটকুলচাঁদ এলাকার বাসিন্দারা  বুধবার বাঘের পায়ের ছাপ দেখতে পান। তখন থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বন দফতরের কর্মীরা জাল দিয়ে ঘিরে ফেলেন।

বন দফতর সূত্রে খবর– বুধবার পেটকুলচাঁদ এলাকায় এই পায়ের ছাপ মিলেছে। তা নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। মহিলারা নদীতে মীন ধরতে গিয়ে মাতলা নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তবে বাঘ মামা এখন কোথায় আছে তা সবারই অজানা। জাল ফেলে বেশ কয়েকটি জায়গা ঘেরা হয়েছে। তাতে বাঘ ধরা পড়লে ভাল। না হলে ফাঁদ পাততে হবে।

আরও পড়ুন: অবশেষে কুলতলিতে খাঁচা বন্দি সুন্দরবনের বাঘ

আরও পড়ুন: কুলতলিতে বাঘের পায়ের ছাপ ঘিরে এলাকায় ফের আতঙ্ক