০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার দেওঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ,রয়েছে একাধিক কর্মসূচি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 30

 

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার দেওঘরে সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে বাবা বৈদ্যনাথ মন্দিরে প্রার্থনা করবেন তিনি। এর পরে সাঁওতাল পরগণাকে একটি বড় উপহার দেবেন তিনি। জসিডি শিল্প তালুকে ইফকোর ন্যানো সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

শনিবার বিশেষ বিমানে সকাল ১১টায় দেওঘর বিমানবন্দরে পৌঁছাবেন শাহ। সেখান থেকে সরাসরি বাবা বৈদ্যনাথ মন্দিরে দর্শন করবেন তিনি । এরপর দুপুর দেড়টায় পৌঁছাবেন জসিডি শিল্প তালুকে। তিনি ইফকোর ন্যানো ফার্টিলাইন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকাল ৩.১৫ থেকে ৪.৪৫ পর্যন্ত আরকে মিশন বিদ্যাপীঠের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের দেওঘর সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতারা। দেওঘরের বিধায়ক নারায়ণ দাস এবং শরথের বিধায়ক রণধীর সিং প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখে নিচ্ছেন। রাজ্য সভাপতি দীপক প্রকাশ, বিধায়ক দলের নেতা বাবুলাল মারান্ডি, রাজ্যসভার সাংসদ আদিত্য সাহু সহ অন্যান্য নেতারাও পৌঁছেছেন দেওঘরে।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

ইফকোর এমডি ইউএস অবস্থি জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২৪ মাসের মধ্যে ন্যানো সার কারখানা তৈরি হয়ে যাবে। এতে এলাকার ১৫০-২০০ বেকার যুবকের কর্মসংস্থান হবে। প্ল্যান্টের জন্য আইএফএফসিও ২০০ একর জমি পেয়েছে। এই কারখানা কৃষকদের জন্য একটি বড় উপহার।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শনিবার দেওঘরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ,রয়েছে একাধিক কর্মসূচি

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার দেওঘরে সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে বাবা বৈদ্যনাথ মন্দিরে প্রার্থনা করবেন তিনি। এর পরে সাঁওতাল পরগণাকে একটি বড় উপহার দেবেন তিনি। জসিডি শিল্প তালুকে ইফকোর ন্যানো সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

শনিবার বিশেষ বিমানে সকাল ১১টায় দেওঘর বিমানবন্দরে পৌঁছাবেন শাহ। সেখান থেকে সরাসরি বাবা বৈদ্যনাথ মন্দিরে দর্শন করবেন তিনি । এরপর দুপুর দেড়টায় পৌঁছাবেন জসিডি শিল্প তালুকে। তিনি ইফকোর ন্যানো ফার্টিলাইন প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকাল ৩.১৫ থেকে ৪.৪৫ পর্যন্ত আরকে মিশন বিদ্যাপীঠের শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে অংশ নেবেন।

আরও পড়ুন: সাইবার অপরাধ রুখতে অমিত শাহকে চিঠি মমতার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের দেওঘর সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতারা। দেওঘরের বিধায়ক নারায়ণ দাস এবং শরথের বিধায়ক রণধীর সিং প্রস্তুতির বিষয়টি খতিয়ে দেখে নিচ্ছেন। রাজ্য সভাপতি দীপক প্রকাশ, বিধায়ক দলের নেতা বাবুলাল মারান্ডি, রাজ্যসভার সাংসদ আদিত্য সাহু সহ অন্যান্য নেতারাও পৌঁছেছেন দেওঘরে।

আরও পড়ুন: ছত্তিশগড় দু’দিনের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাওবাদী নিধনে নয়া কৌশল নিতে বৈঠক শাহর

ইফকোর এমডি ইউএস অবস্থি জানান, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২৪ মাসের মধ্যে ন্যানো সার কারখানা তৈরি হয়ে যাবে। এতে এলাকার ১৫০-২০০ বেকার যুবকের কর্মসংস্থান হবে। প্ল্যান্টের জন্য আইএফএফসিও ২০০ একর জমি পেয়েছে। এই কারখানা কৃষকদের জন্য একটি বড় উপহার।