পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়েই প্রবল প্রতিবাদের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ ও জাতিগত নিধনের অভিযোগ ঘিরে তাঁর বক্তব্য চলাকালীন অনেক দেশের প্রতিনিধি সভা থেকে বেরিয়ে যান।
নিউইয়র্কে রাষ্ট্রসংঘ ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। টাইমস স্কয়ারে জড়ো হওয়া তরুণ-তরুণীরা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে স্লোগান দেন—“নেতানিয়াহুকে গ্রেপ্তার করো”, “গাজাকে অনাহারে রাখা বন্ধ করো”। প্রায় ২ হাজার মানুষ পরে জাতিসংঘ ভবনের দিকে মিছিল করেন।
অধিবেশনে একাধিক দেশের নেতা ইসরায়েলের বিরুদ্ধে সরব হন। চিলির প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালতে তুলতে দাবি জানান। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা আইসিজেতে মামলা করেছে, আর আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবু ভাষণে নেতানিয়াহু গাজার গণহত্যার অভিযোগ অস্বীকার করেন এবং ইসরায়েলি পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন।






























