১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা

পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়েই প্রবল প্রতিবাদের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ ও জাতিগত নিধনের অভিযোগ ঘিরে তাঁর বক্তব্য চলাকালীন অনেক দেশের প্রতিনিধি সভা থেকে বেরিয়ে যান।

নিউইয়র্কে রাষ্ট্রসংঘ ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। টাইমস স্কয়ারে জড়ো হওয়া তরুণ-তরুণীরা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে স্লোগান দেন—“নেতানিয়াহুকে গ্রেপ্তার করো”, “গাজাকে অনাহারে রাখা বন্ধ করো”। প্রায় ২ হাজার মানুষ পরে জাতিসংঘ ভবনের দিকে মিছিল করেন।

আরও পড়ুন: গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান

অধিবেশনে একাধিক দেশের নেতা ইসরায়েলের বিরুদ্ধে সরব হন। চিলির প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালতে তুলতে দাবি জানান। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা আইসিজেতে মামলা করেছে, আর আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবু ভাষণে নেতানিয়াহু গাজার গণহত্যার অভিযোগ অস্বীকার করেন এবং ইসরায়েলি পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু

আরও পড়ুন: নেতানিয়াহু নিউইয়র্কে এলে, তাঁকে গ্রেফতার করা হবে : জোহরান মামদানি
ট্যাগ :
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাষ্ট্রসংঘে নেতানিয়াহুর ভাষণে ব্যাপক বিক্ষোভ, বেরিয়ে যান প্রতিনিধিরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে গিয়েই প্রবল প্রতিবাদের মুখে পড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ ও জাতিগত নিধনের অভিযোগ ঘিরে তাঁর বক্তব্য চলাকালীন অনেক দেশের প্রতিনিধি সভা থেকে বেরিয়ে যান।

নিউইয়র্কে রাষ্ট্রসংঘ ভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। টাইমস স্কয়ারে জড়ো হওয়া তরুণ-তরুণীরা ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে স্লোগান দেন—“নেতানিয়াহুকে গ্রেপ্তার করো”, “গাজাকে অনাহারে রাখা বন্ধ করো”। প্রায় ২ হাজার মানুষ পরে জাতিসংঘ ভবনের দিকে মিছিল করেন।

আরও পড়ুন: গাজার দুর্ভোগের জবাব দেওয়া হবে, নেতানিয়াহু পার পাবে না: এরদোয়ান

অধিবেশনে একাধিক দেশের নেতা ইসরায়েলের বিরুদ্ধে সরব হন। চিলির প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আন্তর্জাতিক বিচার আদালতে তুলতে দাবি জানান। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা আইসিজেতে মামলা করেছে, আর আইসিসি তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তবু ভাষণে নেতানিয়াহু গাজার গণহত্যার অভিযোগ অস্বীকার করেন এবং ইসরায়েলি পদক্ষেপকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: গাজা যুদ্ধবিরতি চুক্তি: সরকার নিয়ে সংকটে নেতানিয়াহু

আরও পড়ুন: নেতানিয়াহু নিউইয়র্কে এলে, তাঁকে গ্রেফতার করা হবে : জোহরান মামদানি