১৬ নভেম্বর ২০২৫, রবিবার, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অশান্ত মণিপুর, গত ৪৮ ঘণ্টায় নিহত ৭

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্কঃ  ফের অগ্নিগর্ভ মণিপুর। চলল গুলি। বৃহস্পতিবার সন্ধ্যাতে রাজ্যের বিষ্ণুপুর জেলায় চার গ্রামবাসীর উপরে এই হত্যালীলা চলে। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের নিংথোখং খা খুনউ-তে গুলি চালনার ঘটনা ঘটেছে। আচমকাই গুলি চলে। নিহতদের মধ্যে এক ব্যক্তি ও তার ৬০ বছর বয়সী প্রৌঢ় বাবা আছেন। ঘটনার সময় তারা চাষের জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে পাঁচ থেকে ৬ জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় সেখানে হাজির হয়। ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়।

হত্যালীলা চালানোর পরেই দুষ্কৃতীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনার একদিন আগেই, মায়ানমার সীমান্তবর্তী মোরে শহরে জঙ্গিদের হাতে দুই পুলিশ কমান্ডো খুন হয়েছিলেন। আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। একই দিনে ইম্ফল পশ্চিম জেলায় দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক গ্রামবাসীর প্রাণ গিয়েছিল। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এই চার ব্যক্তিকে হত্যা করা হল। সব মিলিয়ে ৪৮ ঘণ্টায় মণিপুরে হিংসার শিকার হয়েছেন সাতজন।

বুধবার জাতি সংঘর্ষ শুরু হয় চূড়াচাঁদপুর, কাংপোকপি বিষ্ণুপুরের মতো এলাকাগুলোতে। ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে কুকি ও মেতেইরা। তার জেরে বুধবার চারজনের মৃত্যু হয়েছে বিষ্ণুপুরে। মৃতদের মধ্যে রয়েছেন ওইনাম বামোলজাও ও তাঁর পুত্র ওইনাম মানিটোম্বা। এছাড়াও আরও দুই মেতেই ব্যক্তি নিহত হন বুধবারের সংঘর্ষে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে কাংপোকপির এক গ্রামরক্ষকের। বুধবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। তখনই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অশান্ত মণিপুর, গত ৪৮ ঘণ্টায় নিহত ৭

আপডেট : ১৯ জানুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  ফের অগ্নিগর্ভ মণিপুর। চলল গুলি। বৃহস্পতিবার সন্ধ্যাতে রাজ্যের বিষ্ণুপুর জেলায় চার গ্রামবাসীর উপরে এই হত্যালীলা চলে। পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের নিংথোখং খা খুনউ-তে গুলি চালনার ঘটনা ঘটেছে। আচমকাই গুলি চলে। নিহতদের মধ্যে এক ব্যক্তি ও তার ৬০ বছর বয়সী প্রৌঢ় বাবা আছেন। ঘটনার সময় তারা চাষের জমিতে কাজ করছিলেন। হঠাৎ করে পাঁচ থেকে ৬ জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় সেখানে হাজির হয়। ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়।

হত্যালীলা চালানোর পরেই দুষ্কৃতীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। ঘটনার একদিন আগেই, মায়ানমার সীমান্তবর্তী মোরে শহরে জঙ্গিদের হাতে দুই পুলিশ কমান্ডো খুন হয়েছিলেন। আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। একই দিনে ইম্ফল পশ্চিম জেলায় দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে আরও এক গ্রামবাসীর প্রাণ গিয়েছিল। এর মাত্র কয়েক ঘণ্টা পরই এই চার ব্যক্তিকে হত্যা করা হল। সব মিলিয়ে ৪৮ ঘণ্টায় মণিপুরে হিংসার শিকার হয়েছেন সাতজন।

বুধবার জাতি সংঘর্ষ শুরু হয় চূড়াচাঁদপুর, কাংপোকপি বিষ্ণুপুরের মতো এলাকাগুলোতে। ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে কুকি ও মেতেইরা। তার জেরে বুধবার চারজনের মৃত্যু হয়েছে বিষ্ণুপুরে। মৃতদের মধ্যে রয়েছেন ওইনাম বামোলজাও ও তাঁর পুত্র ওইনাম মানিটোম্বা। এছাড়াও আরও দুই মেতেই ব্যক্তি নিহত হন বুধবারের সংঘর্ষে। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয়েছে কাংপোকপির এক গ্রামরক্ষকের। বুধবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন তিনি। তখনই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।