০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
পার্ক স্ট্রিট থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ শুভেন্দু অধিকারীর

মারুফা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্ক : পার্ক স্ট্রিট থেকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পার্ক স্ট্রিটের  রাস্তায় বসে সরকারে উদ্দেশ্যে বললেন তিনি। আরজি করের নির্যাতিতার বাবা-মা যতক্ষণ পর্যন্ত ওঠার কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত তিনি রাস্তায় বসে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার এক বছর পূর্তি ছিল আজ। এই উপলক্ষে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। সেই কর্মসূচিতে অংশ নেন বিজেপির শীর্ষ নেতৃত্বও। শনিবার নবান্ন অভিযানের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা কলকাতা।

আরও পড়ুন: নবান্ন অভিযান উত্তপ্ত, পুলিশের লাঠির আঘাতে জখম আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের পক্ষ থেকে সকলের সঙ্গে বর্বরোচিত আচরণ করা হয়েছে। আজ পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের একাধিক বিধায়ক ও নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ অবস্থান শুরু করেছিলেন। তাঁর দাবি ছিল, যতক্ষণ না আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক নির্যাতিতা তরুণীর মা অবস্থান প্রত্যাহার করতে বলছেন, ততক্ষণ এই বিক্ষোভের কর্মসূচি চলতে থাকবে।

ডোরিনা ক্রসিংয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথেই পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ককে আটকে দেয় পুলিশ। ফলত শুরু হয় ধস্তাধস্তি। তাই ফ্লাইওভারের নীচেই বসে পড়েন বিজেপি নেতারা। শুভেন্দুর অভিযোগ, পুলিশের হামলায় বিজেপির ১০০ জনের বেশি কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনকে রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেছেন, নির্যাতিতার বাবা-মাকেও পুলিশ রেহাই দেয়নি, হেনস্থা করেছে। শুভেন্দু জানান, “পুলিশের লাঠিচার্জের পরেও কিন্তু আমাদের আন্দোলন থামবে না। মনোজ ভার্মার পুলিশ কি কি না করেছে আমাদের সঙ্গে”।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পার্ক স্ট্রিট থেকে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ শুভেন্দু অধিকারীর

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : পার্ক স্ট্রিট থেকে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। পার্ক স্ট্রিটের  রাস্তায় বসে সরকারে উদ্দেশ্যে বললেন তিনি। আরজি করের নির্যাতিতার বাবা-মা যতক্ষণ পর্যন্ত ওঠার কথা না বলবেন, ততক্ষণ পর্যন্ত তিনি রাস্তায় বসে থাকবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার এক বছর পূর্তি ছিল আজ। এই উপলক্ষে আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। সেই কর্মসূচিতে অংশ নেন বিজেপির শীর্ষ নেতৃত্বও। শনিবার নবান্ন অভিযানের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গোটা কলকাতা।

আরও পড়ুন: নবান্ন অভিযান উত্তপ্ত, পুলিশের লাঠির আঘাতে জখম আরজি কর কাণ্ডের নির্যাতিতার মা

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শান্তিপূর্ণ মিছিলে পুলিশের পক্ষ থেকে সকলের সঙ্গে বর্বরোচিত আচরণ করা হয়েছে। আজ পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের একাধিক বিধায়ক ও নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ অবস্থান শুরু করেছিলেন। তাঁর দাবি ছিল, যতক্ষণ না আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক নির্যাতিতা তরুণীর মা অবস্থান প্রত্যাহার করতে বলছেন, ততক্ষণ এই বিক্ষোভের কর্মসূচি চলতে থাকবে।

ডোরিনা ক্রসিংয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার পথেই পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ককে আটকে দেয় পুলিশ। ফলত শুরু হয় ধস্তাধস্তি। তাই ফ্লাইওভারের নীচেই বসে পড়েন বিজেপি নেতারা। শুভেন্দুর অভিযোগ, পুলিশের হামলায় বিজেপির ১০০ জনের বেশি কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৮ জনকে রেলের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেছেন, নির্যাতিতার বাবা-মাকেও পুলিশ রেহাই দেয়নি, হেনস্থা করেছে। শুভেন্দু জানান, “পুলিশের লাঠিচার্জের পরেও কিন্তু আমাদের আন্দোলন থামবে না। মনোজ ভার্মার পুলিশ কি কি না করেছে আমাদের সঙ্গে”।