১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইতে কেরেলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত ইউপির ব্যক্তি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্ক: দুবাইতে কেরলের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নাদেম খান। সোমবার পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুবাইতে একটি ধর্ষণের ঘটনায় ২৯ বছরের নাদেম খানকে কেরল পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশের সঙ্গে একযোগে অভিযান চালিয়ে কেরল পুলিশ তাকে গ্রেফতার করে। খান উত্তরপ্রদেশের ইজ্জতনগর থানার প্রতাপপুর জীবনসহায় গ্রামের বাসিন্দা।

বেরিলি সার্কেল পুলিশ আধিকারিক আশিস প্রতাপ সিং জানিয়েছেন, কেরলের ইরিক্কপুর থানায় অভিযোগ দায়ের করার পর কেরল পুলিশ তদন্ত শুরু করে। ধর্ষিতা মহিলার অভিযোগ, তিনি দুবাইতে বাস কন্ডাক্টরের কাজ করতেন, আর নাদেম খান বাস চালক ছিল। নাদেম খান বিয়ের করার অজুহাতে সম্পর্ক তৈরি তার ওপরে নির্যাতন চালায়। এর পরেই নির্যাতিতা কেরলে ফিরে এসে ধর্ষণের অভিযোগ দায়ের করলে নাদেম খানকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

ইন্সপেক্টর সত্যনাথ কেভি সহ কেরল পুলিশের তিনজন কর্মী স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়ে ইজ্জতনগর থানায় আসেন পরে দুবাই থেকে একযোগে নাদেম খানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুবাইতে কেরেলিয়ান মহিলাকে ধর্ষণের অভিযোগে ধৃত ইউপির ব্যক্তি

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দুবাইতে কেরলের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে উত্তরপ্রদেশের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম নাদেম খান। সোমবার পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, দুবাইতে একটি ধর্ষণের ঘটনায় ২৯ বছরের নাদেম খানকে কেরল পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় পুলিশের সঙ্গে একযোগে অভিযান চালিয়ে কেরল পুলিশ তাকে গ্রেফতার করে। খান উত্তরপ্রদেশের ইজ্জতনগর থানার প্রতাপপুর জীবনসহায় গ্রামের বাসিন্দা।

বেরিলি সার্কেল পুলিশ আধিকারিক আশিস প্রতাপ সিং জানিয়েছেন, কেরলের ইরিক্কপুর থানায় অভিযোগ দায়ের করার পর কেরল পুলিশ তদন্ত শুরু করে। ধর্ষিতা মহিলার অভিযোগ, তিনি দুবাইতে বাস কন্ডাক্টরের কাজ করতেন, আর নাদেম খান বাস চালক ছিল। নাদেম খান বিয়ের করার অজুহাতে সম্পর্ক তৈরি তার ওপরে নির্যাতন চালায়। এর পরেই নির্যাতিতা কেরলে ফিরে এসে ধর্ষণের অভিযোগ দায়ের করলে নাদেম খানকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: কলকাতায় ফিরছেন মমতা, ছ’দিনের লন্ডন সফর শেষে শনিবার ফিরছেন মুখ্যমন্ত্রী

ইন্সপেক্টর সত্যনাথ কেভি সহ কেরল পুলিশের তিনজন কর্মী স্থানীয় পুলিশের সহযোগিতা চেয়ে ইজ্জতনগর থানায় আসেন পরে দুবাই থেকে একযোগে নাদেম খানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সফরসূচিতে বদল, শনির রাতেই দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: রমযানে দুবাইয়ের এই মন্দিরের এত প্রশংসা হচ্ছে কেন