১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মানুষের খুলি আনলেই কোটিপতি, তান্ত্রিকের পরামর্শে যুবকের মুণ্ডু কেটে খুন যোগীরাজ্যে

ইমামা খাতুন
  • আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার
  • / 32

পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষের খুলি আনলেই কোটিপতি! ৫০ কোটি টাকার মালিক হওয়ার অলীক স্বপ্নে বুঁদ হয়ে স্থানীয়কে খুন যুবকের। নাম বিকাশ। শুধু তা-ই নয়, যুবকের মাথা কেটে তান্ত্রিকের কাছে নিয়ে যান তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনায় দুই তান্ত্রিক-সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ইউটিউব থেকে তন্ত্রশিক্ষা নিয়েছিল ওই তান্ত্রিক। কী ভাবে সহজেই কোটিপতি হওয়া যায়  ইউটিউবে তাঁরা জেনেছে। এর জন্য প্রয়োজন মানুষের খুলির। তা জোগাড় করতে পারলেই বাকি কাজ

তারা করে ফেলবে। তান্ত্রিক বন্ধুর পরামর্শ মতো শিকার খুঁজছিলেন অভিযুক্ত বিকাশ। এর পর পরিচিত এক যুবককে বাড়িতে ডেকে এনে খুন করে তাঁকে। এবং মৃতের কাটা নিয়ে যায় তান্ত্রিকের কাছে। বলা বাহুল্য, সম্প্রতি গাজিয়াবাদের টিলা মোড় এলাকায় একটি কাটা মুন্ডু উদ্ধার হয়। সেটি কার তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই কাটা মুন্ডু বিহারের মোতিহারি জেলার রাজু কুমারের।এই হত্যাকাণ্ড ঘটেছিল ২০২৪ সালের জুন মাসে। তবে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মানুষের খুলি আনলেই কোটিপতি, তান্ত্রিকের পরামর্শে যুবকের মুণ্ডু কেটে খুন যোগীরাজ্যে

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৪, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মানুষের খুলি আনলেই কোটিপতি! ৫০ কোটি টাকার মালিক হওয়ার অলীক স্বপ্নে বুঁদ হয়ে স্থানীয়কে খুন যুবকের। নাম বিকাশ। শুধু তা-ই নয়, যুবকের মাথা কেটে তান্ত্রিকের কাছে নিয়ে যান তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনায় দুই তান্ত্রিক-সহ মোট চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ইউটিউব থেকে তন্ত্রশিক্ষা নিয়েছিল ওই তান্ত্রিক। কী ভাবে সহজেই কোটিপতি হওয়া যায়  ইউটিউবে তাঁরা জেনেছে। এর জন্য প্রয়োজন মানুষের খুলির। তা জোগাড় করতে পারলেই বাকি কাজ

তারা করে ফেলবে। তান্ত্রিক বন্ধুর পরামর্শ মতো শিকার খুঁজছিলেন অভিযুক্ত বিকাশ। এর পর পরিচিত এক যুবককে বাড়িতে ডেকে এনে খুন করে তাঁকে। এবং মৃতের কাটা নিয়ে যায় তান্ত্রিকের কাছে। বলা বাহুল্য, সম্প্রতি গাজিয়াবাদের টিলা মোড় এলাকায় একটি কাটা মুন্ডু উদ্ধার হয়। সেটি কার তা জানতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, ওই কাটা মুন্ডু বিহারের মোতিহারি জেলার রাজু কুমারের।এই হত্যাকাণ্ড ঘটেছিল ২০২৪ সালের জুন মাসে। তবে সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে।