ইউক্রেন যুদ্ধে আমেরিকা সরাসরি জড়িত: রুশ সংসদ

- আপডেট : ৮ মে ২০২২, রবিবার
- / 17
পুবের কলম ওয়েবডেস্ক: ইউক্রেনে যুদ্ধের জন্য দায়ী আমেরিকা। আর তাই ওয়াশিংটনের আধিকারিকদের ’যুদ্ধাপরাধীদের’ তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানালেন রাশিয়ার সংসদ বা দুমার চেয়ারম্যান ভ্যাচেসলাভ ভলোদিন। ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রের গোয়েন্দা তথ্য দিয়ে আমেরিকার সহায়তা করার খবরের প্রেক্ষাপটে ক্ষোভ প্রকাশ করেছেন দুমার চেয়ারম্যান। টেলিগ্রামে ভলোদিন বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ ও ক্ষয়ক্ষতির জন্য আমেরিকা দায়ী। ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য আদানপ্রদান ফাঁস হওয়ার বিষয়টি বন্ধ করতে বলেছেন বাইডেন।
ওয়াশিংটনের আসল চেহারা বেরিয়ে গেছে।’ ভলোদিন আরও জানান, ইউক্রেনীয় সরকার বা ‘কিয়েভের নাৎসি জোট’ পশ্চিমাদের পাশাপাশি আমেরিকার গোয়েন্দাদের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে উঠেছে। তাঁর কথায়, ‘নাৎসিবাদী সেনার পক্ষ থেকে ইউক্রেনে যে অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য দায়ী আমেরিকাও, তাদেরও যুদ্ধাপরাধীদের তালিকায় নাম তোলা উচিত।’
এর আগে অবশ্য পেন্টাগন রাশিয়ার যুদ্ধজাহাজ মস্কভার ব্যাপারে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়ার খবর নাকচ করে। তবে রাশিয়ার প্রতিরক্ষা আধিকারিকদের দাবি, আমেরিকাই ইউক্রেনকে মস্কভার আসল অবস্থান বলে দিয়েছিল, এর ফলে হামলা চালানো সহজ হয়েছিল তাদের। এ বিষয়ে মার্কিন সেনা মুখপাত্র জন কিরবি বলেন, ‘রুশ যুদ্ধজাহাজকে ট্র্যাক করার মতো ইউক্রেনীয়দের নিজস্ব প্রযুক্তি ও সক্ষমতা রয়েছে।’ এদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদ স্বীকার করে বলেছে, আমেরিকা ইউক্রেনীয়দের রুশ হামলা প্রতিহত করতে গোয়েন্দা মদদ দিচ্ছে। পরবর্তীতে রাশিয়া জানায়, আমেরিকা, ব্রিটেন ও ন্যাটো ইউক্রেনকে প্রায় প্রতিদিনই গোয়েন্দা তথ্য দিচ্ছে।