চারদিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

- আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
- / 561
পুবের কলম, ওয়েবডেস্ক: চারদিনের মধ্যপ্রাচ্য সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার, গাজায় যুদ্ধের অবসান, তেলের দাম নিয়ন্ত্রণে রাখার এবং অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করবেন বলে খবর। এয়ারপোর্টে মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান মুহাম্মদ বি সলমন। এর দুই নেতা রিয়াধ বিমানবন্দরের একটি বিশাল হলে কফি খেতে যান। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও সৌদি বিনিয়োগ সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরব ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যাবেন। ট্রাম্পের দুই ছেলের দ্বারা পরিচালিত ট্রাম্প অর্গানাইজেশনগুলি রয়েছে সেই জায়গাগুলোতেই যাবেন বলে খবর। এর মধ্যে রয়েছে জেদ্দায় একটি উচ্চ টাওয়ার, দুবাইতে একটি বিলাসবহুল হোটেল এবং কাতারে একটি গল্প কোর্স এবং ভিলা কমপ্লেক্সে যাবেন।
Saudi Crown Prince Mohammed bin Salman greets President Trump upon landing in Saudi Arabia… https://t.co/hSh2EuUBjc pic.twitter.com/qYykjYArMX
— Dan Scavino (@Scavino47) May 13, 2025