৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি ছাড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাইপো

মাসুদ আলি
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার
  • / 33

পুবের কলম ওয়েবডেস্ক : বিজেপি ছাড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাইপো। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় নিঃসন্দেহে এই খবরে অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাষ্ট্রপতির ভাইপো রাজীব কুমার কোবিন্দ বিজেপির তাঁবু ছেড়ে যোগ দিলেন মায়াবতীর তাঁবুতে। শুক্রবার বহুজন সমাজ পার্টিতে যোগ দেন তিনি। এর ফলে কানপুর অঞ্চলে বিজেপির দলিত ভোট ব্যাঙ্কে কিছুটা হলেও প্রভাব পড়বে বলে মনে করছেন উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজন।

রাজীব কোবিন্দের ঘনিষ্ট মহলের দাবি, দীঘদিন ধরে তাঁকে উপেক্ষা করছিল বিজেপি। তবে এখনই তিনি ভোট দাঁড়াবেন কিনা তা জানা যায়নি। ৭ দফা ভোট চলছে উত্তরপ্রদেশে। ১০ ফেব্রুয়ারি প্রথম দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামী দিনে আরও কিছু নেতা শিবির বদল করতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

তবে অনেকে বলছেন বহেনজির দলে যোগ দেওয়া মানে আসলে সেই বিজেপিকেই সমর্থন করা। মায়াবতীর সাম্প্রতিক রাজনীতি দেখলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই যে তিনি সেই অর্থে বিজেপির বিরোধিতা করছেন না। বসপা সম্পর্কে তাই যোগীকে আলাদা করে কোনও বাউন্সার দিতে হয়নি কটাক্ষ করতে হয়নি। তিনি লাগাতার খোঁচা দিচ্ছেন কংগ্রেস ও সপাকে।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

অনেকের অভিযোগ আসলে রাজনীতির জমি আগেই হারিয়েছেন মায়াবতী। ইডি-সিবিআই তার রাজনীতির বারোটা বাজিয়ে ছেড়েছে। এই দুই সংস্থা যে কেন্দ্রের হয়ে কাজ করে এটা আজকের দিনে ‘হিডেন সিক্রেট’। ফলে বিজেপি ত্যাগ করে রাষ্ট্রপতির ভাইপোর নিজের দর বাড়ানোর চেষ্টা করলেও তাতে বিজেপি যে আদৌ খুব বিচলিত হবে বলে মনে হয় না। এখানে চর্চার বিষয় একটাই। রাজীব কোবিন্দ রাষ্ট্রপতির ভাইপো। সে কারণেই তার বিজেপি ত্যাগ নিয়ে এত কথা !

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি ছাড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাইপো

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিজেপি ছাড়লেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাইপো। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় নিঃসন্দেহে এই খবরে অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাষ্ট্রপতির ভাইপো রাজীব কুমার কোবিন্দ বিজেপির তাঁবু ছেড়ে যোগ দিলেন মায়াবতীর তাঁবুতে। শুক্রবার বহুজন সমাজ পার্টিতে যোগ দেন তিনি। এর ফলে কানপুর অঞ্চলে বিজেপির দলিত ভোট ব্যাঙ্কে কিছুটা হলেও প্রভাব পড়বে বলে মনে করছেন উত্তরপ্রদেশের রাজনীতির সঙ্গে যুক্ত মানুষজন।

রাজীব কোবিন্দের ঘনিষ্ট মহলের দাবি, দীঘদিন ধরে তাঁকে উপেক্ষা করছিল বিজেপি। তবে এখনই তিনি ভোট দাঁড়াবেন কিনা তা জানা যায়নি। ৭ দফা ভোট চলছে উত্তরপ্রদেশে। ১০ ফেব্রুয়ারি প্রথম দফা ভোট গ্রহণ শেষ হয়েছে। আগামী দিনে আরও কিছু নেতা শিবির বদল করতে পারেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: রাজ্য বিজেপির সভাপতি হলেন শমীক ভট্টাচার্য, বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নাম ঘোষণা

তবে অনেকে বলছেন বহেনজির দলে যোগ দেওয়া মানে আসলে সেই বিজেপিকেই সমর্থন করা। মায়াবতীর সাম্প্রতিক রাজনীতি দেখলে বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই যে তিনি সেই অর্থে বিজেপির বিরোধিতা করছেন না। বসপা সম্পর্কে তাই যোগীকে আলাদা করে কোনও বাউন্সার দিতে হয়নি কটাক্ষ করতে হয়নি। তিনি লাগাতার খোঁচা দিচ্ছেন কংগ্রেস ও সপাকে।

আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শমীক ভট্টাচার্য

অনেকের অভিযোগ আসলে রাজনীতির জমি আগেই হারিয়েছেন মায়াবতী। ইডি-সিবিআই তার রাজনীতির বারোটা বাজিয়ে ছেড়েছে। এই দুই সংস্থা যে কেন্দ্রের হয়ে কাজ করে এটা আজকের দিনে ‘হিডেন সিক্রেট’। ফলে বিজেপি ত্যাগ করে রাষ্ট্রপতির ভাইপোর নিজের দর বাড়ানোর চেষ্টা করলেও তাতে বিজেপি যে আদৌ খুব বিচলিত হবে বলে মনে হয় না। এখানে চর্চার বিষয় একটাই। রাজীব কোবিন্দ রাষ্ট্রপতির ভাইপো। সে কারণেই তার বিজেপি ত্যাগ নিয়ে এত কথা !

আরও পড়ুন: রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা