১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাগ্য খুলছে উত্তরপ্রদেশের, যোগী রাজ্য পাবে আরও ৫ বিমানবন্দর

সামিমা এহসানা
  • আপডেট : ১১ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 14

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি থেকে সরিয়ে উত্তরপ্রদেশে নিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, এমনটাই বলছেন অনেকে। রাম মন্দির উদ্বোধন করে যেন বাজিমাত করেছে বিজেপি। কেন্দ্রের ভাঁড়ারের সব টাকা যেন তারা উত্তরপ্রদেশেই ঢালতে প্রস্তুত। পেটে ভাত না থাকলেও দেশের মানুষের উচিত রাম মন্দির নিয়ে ভাবা, এমন কথাই যেন বলতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। অবিজেপি রাজ্যগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে এখন নতুন করে উত্তরপ্রদেশকে আরও ৫ টি বিমানবন্দর উপহার দিতে চাইছে কেন্দ্র।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, আগামী এক মাসের মধ্যে উত্তরপ্রদেশে পাঁচটি নতুন বিমানবন্দর উদ্বোধন করা হবে। অযোধ্যা থেকে আহমেদাবাদ পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট পরিষেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিন্ধিয়া বলেন অযোধ্যা বিমানবন্দর সম্প্রসারিত করা হবে। রানওয়ে সম্প্রসারিত করা হবে যাতে বড় বিমান অবতরণ করতে পারে, আন্তর্জাতিক বিমান পরিচালনা করতে পারে। তিনি বলেন, নতুন পাঁচ বিমানবন্দর উদ্বোধনের পর, উত্তরপ্রদেশের বিমানবন্দরের সংখ্যা বেড়ে হবে ১৯। যোগী রাজ্যের আজমগড়, আলিগড়, মোরাদাবাদ, চিত্রকূট ও শ্রাবস্তীতে নতুন বিমানবন্দ নির্মাণ হবে।

৩০ ডিসেম্বর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে গোটা দেশের নজর উত্তরপ্রদেশে পড়ুক, এমনটাই চাইছে বিজেপি বলে মত ওয়াকিফহাল মহলের।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভাগ্য খুলছে উত্তরপ্রদেশের, যোগী রাজ্য পাবে আরও ৫ বিমানবন্দর

আপডেট : ১১ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের রাজধানী দিল্লি থেকে সরিয়ে উত্তরপ্রদেশে নিয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না, এমনটাই বলছেন অনেকে। রাম মন্দির উদ্বোধন করে যেন বাজিমাত করেছে বিজেপি। কেন্দ্রের ভাঁড়ারের সব টাকা যেন তারা উত্তরপ্রদেশেই ঢালতে প্রস্তুত। পেটে ভাত না থাকলেও দেশের মানুষের উচিত রাম মন্দির নিয়ে ভাবা, এমন কথাই যেন বলতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। অবিজেপি রাজ্যগুলিকে বুড়ো আঙুল দেখিয়ে এখন নতুন করে উত্তরপ্রদেশকে আরও ৫ টি বিমানবন্দর উপহার দিতে চাইছে কেন্দ্র।

বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, আগামী এক মাসের মধ্যে উত্তরপ্রদেশে পাঁচটি নতুন বিমানবন্দর উদ্বোধন করা হবে। অযোধ্যা থেকে আহমেদাবাদ পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট পরিষেবার উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি অনলাইন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

সিন্ধিয়া বলেন অযোধ্যা বিমানবন্দর সম্প্রসারিত করা হবে। রানওয়ে সম্প্রসারিত করা হবে যাতে বড় বিমান অবতরণ করতে পারে, আন্তর্জাতিক বিমান পরিচালনা করতে পারে। তিনি বলেন, নতুন পাঁচ বিমানবন্দর উদ্বোধনের পর, উত্তরপ্রদেশের বিমানবন্দরের সংখ্যা বেড়ে হবে ১৯। যোগী রাজ্যের আজমগড়, আলিগড়, মোরাদাবাদ, চিত্রকূট ও শ্রাবস্তীতে নতুন বিমানবন্দ নির্মাণ হবে।

৩০ ডিসেম্বর অযোধ্যায় মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে গোটা দেশের নজর উত্তরপ্রদেশে পড়ুক, এমনটাই চাইছে বিজেপি বলে মত ওয়াকিফহাল মহলের।