০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইউনিফর্ম সিভিল কোডে প্যানেলের মেয়াদ বাড়াবে উত্তরাখণ্ড সরকার

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 23

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথগ্রণের পরেই রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করার কথা ঘোষণা করেন পুষ্কর সিং ধামি। ইউনিফর্ম সিভিল কোড সমগ্র দেশের জন্য একটি অভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথা বলে। এই অভিন্ন আইন-বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং এই ধরণের অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। এবার সেই ইউনিফর্ম সিভিল কোডে প্যানেলের মেয়াদ বাড়াবে উত্তরাখণ্ড সরকার। প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে ২৭ মে।

কমিটির একজন ঊর্ধতন সদস্য শত্রুঘ্ন সিং বলেছেন,খসড়া চূড়ান্ত করার জন্য কমিটির আরও সময় প্রয়োজন হওয়ায় মেয়াদ বাড়ানোর দাবি উঠেছে। প্যানেলকে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, দত্তক, রক্ষণাবেক্ষণ, নাগরিক অধিকার এবং অন্যান্য অনেক বিষয়ে একটি কোড তৈরি করতে হবে। প্যানেল এখনও পর্যন্ত ১.২৫ লক্ষ পরামর্শ পেয়েছে। ১ লক্ষ ২৫ হাজারের বেশি পরামর্শ সংগ্রহের পর কমিটি সেগুলো পর্যালোচনা ও গবেষণা শুরু করেছে। ইউসিসির খসড়া তৈরির কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি: বিতর্কের আবহে মতামতের সময়সীমা ২৮ জুলাই পর্যন্ত বাড়াল আইন কমিশন

শত্রুঘ্ন সিং জানিয়েছেন, প্রাপ্ত পরামর্শগুলি খতিয়ে দেখার পরে, প্যানেল এটি একটি খসড়া আকারে সরকারের কাছে পাঠাবে। সরকার তার সম্মতির পরে পরীক্ষার জন্য আইন বিভাগে পাঠাবে।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি কখনোই মানব না, মুসলিম ধর্মীয় নেতাদের যৌথ বিবৃতি

আরও পড়ুন: উত্তর-পূর্বে লাগু হবে না অভিন্ন দেওয়ানি বিধি, আশ্বাস মন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউনিফর্ম সিভিল কোডে প্যানেলের মেয়াদ বাড়াবে উত্তরাখণ্ড সরকার

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য শপথগ্রণের পরেই রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) চালু করার কথা ঘোষণা করেন পুষ্কর সিং ধামি। ইউনিফর্ম সিভিল কোড সমগ্র দেশের জন্য একটি অভিন্ন আইন প্রণয়ন ও বাস্তবায়নের কথা বলে। এই অভিন্ন আইন-বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণ এবং এই ধরণের অন্যান্য বিষয়ে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের জন্য প্রযোজ্য হবে। এবার সেই ইউনিফর্ম সিভিল কোডে প্যানেলের মেয়াদ বাড়াবে উত্তরাখণ্ড সরকার। প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে ২৭ মে।

কমিটির একজন ঊর্ধতন সদস্য শত্রুঘ্ন সিং বলেছেন,খসড়া চূড়ান্ত করার জন্য কমিটির আরও সময় প্রয়োজন হওয়ায় মেয়াদ বাড়ানোর দাবি উঠেছে। প্যানেলকে বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, দত্তক, রক্ষণাবেক্ষণ, নাগরিক অধিকার এবং অন্যান্য অনেক বিষয়ে একটি কোড তৈরি করতে হবে। প্যানেল এখনও পর্যন্ত ১.২৫ লক্ষ পরামর্শ পেয়েছে। ১ লক্ষ ২৫ হাজারের বেশি পরামর্শ সংগ্রহের পর কমিটি সেগুলো পর্যালোচনা ও গবেষণা শুরু করেছে। ইউসিসির খসড়া তৈরির কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি: বিতর্কের আবহে মতামতের সময়সীমা ২৮ জুলাই পর্যন্ত বাড়াল আইন কমিশন

শত্রুঘ্ন সিং জানিয়েছেন, প্রাপ্ত পরামর্শগুলি খতিয়ে দেখার পরে, প্যানেল এটি একটি খসড়া আকারে সরকারের কাছে পাঠাবে। সরকার তার সম্মতির পরে পরীক্ষার জন্য আইন বিভাগে পাঠাবে।

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি কখনোই মানব না, মুসলিম ধর্মীয় নেতাদের যৌথ বিবৃতি

আরও পড়ুন: উত্তর-পূর্বে লাগু হবে না অভিন্ন দেওয়ানি বিধি, আশ্বাস মন্ত্রীর