১৯ অক্টোবর ২০২৫, রবিবার, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থানে রাজকীয় বিবাহবাসর ভি-ক্যাটের, জেনে নিন খুঁটিনাটি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 46

পুবের কলম ওয়েবডেস্কঃ ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম বলিউড। ইতিমধ্যেই সেজে উঠেছে রাজস্থানের সোয়াই মাধোপুর। যুগল ইতিমধ্যেই  পৌঁছে গিয়েছেন রাজস্থানে। আসছেন অতিথিরাও। আজ হবে সঙ্গীত, কাল মেহেন্দি এবং বিয়ের অনুষ্ঠান হবে বৃহস্পতিবার।

সোয়াই মাধোপুরে বারওয়াড়া দূর্গ। যেটি সিক্স সেনোস হোটেল নামেই পরিচিত। দেশের তাবড় তাবড় ব্যক্তিদের বিয়ের আসর বসে সোয়াই মাধোপুরের এই হোটেলেই।

আরও পড়ুন:

চৌহান রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা ভীম সিং ১৪৫১ সালে এই বারওয়াড়া দুর্গ বানিয়ে ছিলেন।

প্রায় ১০ বিঘার ওপর এই দুর্গের নির্মান।রয়েছে পাঁচটি মিনার। আগে এই দুর্গে গভীর খাদ খনন করে জল সরবরাহ করা হত। হোটেলে রুপান্তরিত হওয়ার পর এখন গভীর নলকূপের সাহায্যে সেখানে করা হয় জল সরবরাহ।

এই হোটেলে রূপান্তরিত হওয়া  দুর্গের মধ্যে আছে পাঁচটি সুইট।আছে সুবিশাল দুটি মাঠ। যা বিবাহ অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা হয়। কি ভাবছেন যাবেন নাকি সোয়াই মাধোপুর ভি-ক্যাটের রাজসিক বিবাহের সাক্ষী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজস্থানে রাজকীয় বিবাহবাসর ভি-ক্যাটের, জেনে নিন খুঁটিনাটি

আপডেট : ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে ইতিমধ্যেই সরগরম বলিউড। ইতিমধ্যেই সেজে উঠেছে রাজস্থানের সোয়াই মাধোপুর। যুগল ইতিমধ্যেই  পৌঁছে গিয়েছেন রাজস্থানে। আসছেন অতিথিরাও। আজ হবে সঙ্গীত, কাল মেহেন্দি এবং বিয়ের অনুষ্ঠান হবে বৃহস্পতিবার।

সোয়াই মাধোপুরে বারওয়াড়া দূর্গ। যেটি সিক্স সেনোস হোটেল নামেই পরিচিত। দেশের তাবড় তাবড় ব্যক্তিদের বিয়ের আসর বসে সোয়াই মাধোপুরের এই হোটেলেই।

আরও পড়ুন:

চৌহান রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজা ভীম সিং ১৪৫১ সালে এই বারওয়াড়া দুর্গ বানিয়ে ছিলেন।

প্রায় ১০ বিঘার ওপর এই দুর্গের নির্মান।রয়েছে পাঁচটি মিনার। আগে এই দুর্গে গভীর খাদ খনন করে জল সরবরাহ করা হত। হোটেলে রুপান্তরিত হওয়ার পর এখন গভীর নলকূপের সাহায্যে সেখানে করা হয় জল সরবরাহ।

এই হোটেলে রূপান্তরিত হওয়া  দুর্গের মধ্যে আছে পাঁচটি সুইট।আছে সুবিশাল দুটি মাঠ। যা বিবাহ অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নের জন্য ব্যবহার করা হয়। কি ভাবছেন যাবেন নাকি সোয়াই মাধোপুর ভি-ক্যাটের রাজসিক বিবাহের সাক্ষী