১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বৈভব সূর্যবংশীর ব্যাটে রেকর্ড বৃষ্টি: মাত্র ১৪ বছর বয়সে যুব ওয়ানডেতে দ্রুততম শতরান ও সর্বকনিষ্ঠ শতরানের নজির

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 87

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী রচনা করলেন ঐতিহাসিক অধ্যায়। শুধু শতরানই নয়, যুব ওয়ানডে ক্রিকেটে দ্বিগুণ রেকর্ড গড়ে ফেললেন এই ১৪ বছর বয়সি প্রতিভাবান ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ৫২ বলে শতরান করে গড়লেন দ্রুততম যুব শতরান এবং সবচেয়ে কম বয়সে শতরান করার নজির।

৫২ বলে শতরান করার পথে বৈভব মারেন ১০টি চার ও ৭টি ছক্কা। পুরো ইনিংসে তাঁর সংগ্রহ ৭৮ বলে ১৪৩ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮৩। ম্যাচের ১৯তম ওভারে রালফি অ্যালবার্টের বলে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন বৈভব। শতরানের পরেই হেলমেট খুলে লাফিয়ে উদযাপন করে দর্শকদের দিকে চুম্বন ছুঁড়ে দেয়—দর্শকরা তখন করতালিতে স্টেডিয়াম গর্জাচ্ছে।

বৈভবের এই শতরান ভেঙে দিয়েছে পাকিস্তানের কাসিম আক্রমের ২০২২ সালে করা রেকর্ড, যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। অর্থাৎ বৈভব তাঁকে ১১ বল আগে তিন অঙ্ক ছুঁয়ে এই যুব ওয়ানডেতে দ্রুততম শতরানের নতুন বিশ্বরেকর্ড গড়েন।

আরও পড়ুন: ডাবল সেঞ্চুরি করতে চাইঃ বৈভব সূর্যবংশী

বয়স মাত্র ১৪ বছর ১০০ দিন, এই বয়সেই যুব ওয়ানডেতে শতরান করে বৈভব ভেঙে দিয়েছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর রেকর্ড (১৪ বছর ২৪১ দিন)। ভারতীয়দের মধ্যে এত কম বয়সে শতরানের নজির ছিল সরফরাজ খানের, যিনি ২০১৩-তে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

মাত্র কয়েক দিন আগেই এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে শুভমন গিলের দ্বিশতরান দেখে অনুপ্রাণিত হয় বৈভব। গিলের ধৈর্য ও ধ্রুপদী ব্যাটিং দেখে যে শিক্ষা নিয়েছিল, সেই অভিজ্ঞতা নিজের ব্যাটিংয়ে ফুটিয়ে তোলে বৈভব। যদিও তার ইনিংস ছিল আগ্রাসনের দিক দিয়ে অনেকটাই আলাদা—তবু ধারাবাহিকতায় শুভমনের মতোই প্রশংসাযোগ্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচেই রান করেছেন বৈভব।

  • প্রথম ম্যাচে: ৪৮ রান

  • দ্বিতীয় ম্যাচে: ৪৫ রান

  • তৃতীয় ম্যাচে: ৮৬ রান

  • চতুর্থ ম্যাচে: শতরান (১৪৩)

তাঁর ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও এক প্রতিভাকে পেতে চলেছে।

শুরুতেই ওপেনার আয়ুষ আউট হয়ে গেলেও, বিহান মলহোত্রর সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন বৈভব। শুরুটা ধীর গতির হলেও ম্যাচের পরিস্থিতি বুঝে আগ্রাসী রূপ নেন। স্পিন বা পেস—ইংল্যান্ডের কোনও বোলারই রক্ষা পায়নি বৈভবের শটে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বৈভব সূর্যবংশীর ব্যাটে রেকর্ড বৃষ্টি: মাত্র ১৪ বছর বয়সে যুব ওয়ানডেতে দ্রুততম শতরান ও সর্বকনিষ্ঠ শতরানের নজির

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী রচনা করলেন ঐতিহাসিক অধ্যায়। শুধু শতরানই নয়, যুব ওয়ানডে ক্রিকেটে দ্বিগুণ রেকর্ড গড়ে ফেললেন এই ১৪ বছর বয়সি প্রতিভাবান ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচে মাত্র ৫২ বলে শতরান করে গড়লেন দ্রুততম যুব শতরান এবং সবচেয়ে কম বয়সে শতরান করার নজির।

৫২ বলে শতরান করার পথে বৈভব মারেন ১০টি চার ও ৭টি ছক্কা। পুরো ইনিংসে তাঁর সংগ্রহ ৭৮ বলে ১৪৩ রান। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৮৩। ম্যাচের ১৯তম ওভারে রালফি অ্যালবার্টের বলে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন বৈভব। শতরানের পরেই হেলমেট খুলে লাফিয়ে উদযাপন করে দর্শকদের দিকে চুম্বন ছুঁড়ে দেয়—দর্শকরা তখন করতালিতে স্টেডিয়াম গর্জাচ্ছে।

বৈভবের এই শতরান ভেঙে দিয়েছে পাকিস্তানের কাসিম আক্রমের ২০২২ সালে করা রেকর্ড, যিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন। অর্থাৎ বৈভব তাঁকে ১১ বল আগে তিন অঙ্ক ছুঁয়ে এই যুব ওয়ানডেতে দ্রুততম শতরানের নতুন বিশ্বরেকর্ড গড়েন।

আরও পড়ুন: ডাবল সেঞ্চুরি করতে চাইঃ বৈভব সূর্যবংশী

বয়স মাত্র ১৪ বছর ১০০ দিন, এই বয়সেই যুব ওয়ানডেতে শতরান করে বৈভব ভেঙে দিয়েছে বাংলাদেশের নাজমুল হোসেন শান্তর রেকর্ড (১৪ বছর ২৪১ দিন)। ভারতীয়দের মধ্যে এত কম বয়সে শতরানের নজির ছিল সরফরাজ খানের, যিনি ২০১৩-তে ১৫ বছর ৩৩৮ দিন বয়সে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

মাত্র কয়েক দিন আগেই এজবাস্টনে ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে শুভমন গিলের দ্বিশতরান দেখে অনুপ্রাণিত হয় বৈভব। গিলের ধৈর্য ও ধ্রুপদী ব্যাটিং দেখে যে শিক্ষা নিয়েছিল, সেই অভিজ্ঞতা নিজের ব্যাটিংয়ে ফুটিয়ে তোলে বৈভব। যদিও তার ইনিংস ছিল আগ্রাসনের দিক দিয়ে অনেকটাই আলাদা—তবু ধারাবাহিকতায় শুভমনের মতোই প্রশংসাযোগ্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজে প্রতিটি ম্যাচেই রান করেছেন বৈভব।

  • প্রথম ম্যাচে: ৪৮ রান

  • দ্বিতীয় ম্যাচে: ৪৫ রান

  • তৃতীয় ম্যাচে: ৮৬ রান

  • চতুর্থ ম্যাচে: শতরান (১৪৩)

তাঁর ধারাবাহিকতা ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ আরও এক প্রতিভাকে পেতে চলেছে।

শুরুতেই ওপেনার আয়ুষ আউট হয়ে গেলেও, বিহান মলহোত্রর সঙ্গে দুর্দান্ত পার্টনারশিপ গড়েন বৈভব। শুরুটা ধীর গতির হলেও ম্যাচের পরিস্থিতি বুঝে আগ্রাসী রূপ নেন। স্পিন বা পেস—ইংল্যান্ডের কোনও বোলারই রক্ষা পায়নি বৈভবের শটে।