০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Vijay’s rally: রাজনৈতিক সভায় মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকার ঘোষণা থালাপতি বিজয়ের

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 312

পুবের কলম,ওয়েবডেস্ক: তামিলনাডুতে থালাপতি বিজয়ের রাজনৈতিক সভায় (Vijay’s rally) পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের । গুরুতর আহত বহু। আগেই সংশ্লিষ্ট ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা। এবার এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন, এই ক্ষতি অপূরণীয়। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয়না (Vijay announces 20 lakh for kin of Karur stampede victims, 2 lakh for injured)।

আমার সভায় এহেন অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখিত, শোকাহত। জানি এই অর্থ কোনও মৃত ব্যক্তির প্রাণ ফিরিয়ে আনতে পারবে না। তবে আমার সভায় মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা দান করা হবে। একইসঙ্গে আহতদের চিকিৎসার জন্য  ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।  তবে যে ক্ষতি হয়েছে, তা কোনওদিন আর্থিক সাহায্য পূরণ হবে না। এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছি।’

আরও পড়ুন: কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে তামিলনাড়ুর নয়া শিক্ষানীতি

বছর ঘুরলেই তামিলনাডু নির্বাচন। ঝুলি মজবুত করতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। এই আবহে সবার ঘুম কেড়ে মাঠে নেমেছে টিভিকে (তামিলাগা ভেটরি কাজাগম) দল ( Vijay’s rally)। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে একটি রাজনৈতিক দল গড়েন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। একদিকে উক্ত তারকার আকাশসম জনপ্রিয়তা অন্যদিকে তার দৃঢ় চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দাদের চোখের মনি তিনি।  নিজেদের প্রিয় তারকার মুখদর্শন করতে তাঁর সভায় ভিড় জমান অনুরাগীরা।

আরও পড়ুন: বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর তালিকায়

প্রশাসন সূত্রে খবর, বিজয়ের এই সভার জন্য পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়েছিল।  দলের তরফে জানানো হয়েছিল, সেখানে ১০ হাজার মানুষের সমাগম হবে। কিন্তু অনুষ্ঠানের দিন চিত্র পুরো বদলে যায়।  ভাবনার তুলনায় কমপক্ষে নয় গুণ বেশি ভিড় হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা: হরিয়ানা ও তামিলনাড়ুতে বাংলাদেশি সন্দেহে নিপীড়নের অভিযোগ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Vijay’s rally: রাজনৈতিক সভায় মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকার ঘোষণা থালাপতি বিজয়ের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: তামিলনাডুতে থালাপতি বিজয়ের রাজনৈতিক সভায় (Vijay’s rally) পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের । গুরুতর আহত বহু। আগেই সংশ্লিষ্ট ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেতা। এবার এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে তিনি জানিয়েছেন, এই ক্ষতি অপূরণীয়। মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয়না (Vijay announces 20 lakh for kin of Karur stampede victims, 2 lakh for injured)।

আমার সভায় এহেন অপ্রীতিকর ঘটনার জন্য আমি দুঃখিত, শোকাহত। জানি এই অর্থ কোনও মৃত ব্যক্তির প্রাণ ফিরিয়ে আনতে পারবে না। তবে আমার সভায় মৃতদের পরিবার পিছু ২০ লক্ষ টাকা দান করা হবে। একইসঙ্গে আহতদের চিকিৎসার জন্য  ২ লক্ষ টাকা করে দেওয়া হবে।  তবে যে ক্ষতি হয়েছে, তা কোনওদিন আর্থিক সাহায্য পূরণ হবে না। এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করছি।’

আরও পড়ুন: কেন্দ্রের শিক্ষানীতির বিরুদ্ধে তামিলনাড়ুর নয়া শিক্ষানীতি

বছর ঘুরলেই তামিলনাডু নির্বাচন। ঝুলি মজবুত করতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছে রাজনৈতিক নেতা-মন্ত্রীরা। এই আবহে সবার ঘুম কেড়ে মাঠে নেমেছে টিভিকে (তামিলাগা ভেটরি কাজাগম) দল ( Vijay’s rally)। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ‘তামিলাগা ভেটরি কাজাগম’ নামে একটি রাজনৈতিক দল গড়েন দক্ষিণি তারকা থালাপতি বিজয়। একদিকে উক্ত তারকার আকাশসম জনপ্রিয়তা অন্যদিকে তার দৃঢ় চেতনা সম্পন্ন ব্যক্তিত্ব। সব মিলিয়ে স্থানীয় বাসিন্দাদের চোখের মনি তিনি।  নিজেদের প্রিয় তারকার মুখদর্শন করতে তাঁর সভায় ভিড় জমান অনুরাগীরা।

আরও পড়ুন: বিহারের সাড়ে ৬ লক্ষ ভোটারের নাম তামিলনাড়ুর তালিকায়

প্রশাসন সূত্রে খবর, বিজয়ের এই সভার জন্য পুলিশের থেকে অনুমতি চাওয়া হয়েছিল।  দলের তরফে জানানো হয়েছিল, সেখানে ১০ হাজার মানুষের সমাগম হবে। কিন্তু অনুষ্ঠানের দিন চিত্র পুরো বদলে যায়।  ভাবনার তুলনায় কমপক্ষে নয় গুণ বেশি ভিড় হয়েছিল বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। ফলে ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা: হরিয়ানা ও তামিলনাড়ুতে বাংলাদেশি সন্দেহে নিপীড়নের অভিযোগ