০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মোদি-ট্রাম্পের কার্টুন নিয়ে আপত্তির জের, ব্লক করা হল প্রখ্যাত ভিকাটান ওয়েবসাইট

ইমামা খাতুন
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার
  • / 163

চেন্নাই, ১৬ ফেব্রুয়ারি: তামিলনাড়ুর ঐতিহ্যশালী সংবাদমাধ্যম ভিকাটানের ওয়েবসাইট ব্লক করে দেওয়া হল আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগে। সূত্রের খবর, গত শনিবার ওয়েবটি ব্লক করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবমামনাতকর কার্টুন প্রকাশের অভিযোগে। বিজেপির তরফে ওই কার্টুনটি নিয়ে আপত্তি তোলেন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই।

সূত্রের খবর, গত ১০ ফেব্রুয়ারি ডিজিটাল ম্যাগাজিন ভিকাটান প্লাসে প্রকাশিত কার্টুনে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতেপায়ে শিকল পরা অবস্থায় বসে রয়েছেন, তাঁর পাশে হাসিমুখে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরানোর ঘটনার নানা মহলে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এদিকে মোদি এখনও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

১৯২৬ সালে তামিলনাড়ুতে ভিকাটানের যাত্রা শুরু। ২০২৬ সালে ভিকাটানের শতবর্ষ পূর্তি হতে চলেছে। ওয়েবসাইট ব্লক করে দেওয়ার পরে ঘটনাটি নিয়ে ভিকাটান কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, গ্রাহকরা নানা জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ করছেন ওঁরা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না। তবে ওয়েবসাইট কী কারণে ব্লক করা হল, এব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের কিছুই জানায়নি। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কার্টুন নিয়ে বিতর্ক তৈরি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। একথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গত ১০০ বছরের কাছাকাছি সময় ধরে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা নিরলসভাবে কাজ করছি। সেই দায়বদ্ধতা আগামীদিনেও পালন করে চলবো।

আরও পড়ুন: PM Modi-এর জন্মদিনেই কূটনৈতিক ধাক্কা,পাকিস্তানের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা চুক্তি

ওয়েবসাইট ব্লক করা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, এধরনের ঘটনা আদতে গণতন্ত্রের উপর আক্রমণ। উল্লেখ্য, সরকারের সমালোচনার দায়ে সংবাদমাধ্যমের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এই নতুন নয়। ২০২৪ সালে ফেব্রুয়ারিতেও একই ধরনের ঘটনা ঘটেছে। প্রখ্যাত সংবাদমাধ্যম দি ক্যারাভানে প্রকাশিত তদন্তমূলক একটি রিপোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। যে সংবাদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তা জম্মুকাশ্মীরে ভারতীয় সেনা বাহিনীর তরফে চালানো নির্যাতন সম্পর্কিত।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

Several readers have reported that they are unable to access the Vikatan Group website after a cartoon of PM Modi in chains was published in Vikatan Magazine.

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোদি-ট্রাম্পের কার্টুন নিয়ে আপত্তির জের, ব্লক করা হল প্রখ্যাত ভিকাটান ওয়েবসাইট

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার

চেন্নাই, ১৬ ফেব্রুয়ারি: তামিলনাড়ুর ঐতিহ্যশালী সংবাদমাধ্যম ভিকাটানের ওয়েবসাইট ব্লক করে দেওয়া হল আপত্তিকর কার্টুন প্রকাশের অভিযোগে। সূত্রের খবর, গত শনিবার ওয়েবটি ব্লক করে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষে অবমামনাতকর কার্টুন প্রকাশের অভিযোগে। বিজেপির তরফে ওই কার্টুনটি নিয়ে আপত্তি তোলেন রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই।

সূত্রের খবর, গত ১০ ফেব্রুয়ারি ডিজিটাল ম্যাগাজিন ভিকাটান প্লাসে প্রকাশিত কার্টুনে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতেপায়ে শিকল পরা অবস্থায় বসে রয়েছেন, তাঁর পাশে হাসিমুখে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শতাধিক ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরানোর ঘটনার নানা মহলে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এদিকে মোদি এখনও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

১৯২৬ সালে তামিলনাড়ুতে ভিকাটানের যাত্রা শুরু। ২০২৬ সালে ভিকাটানের শতবর্ষ পূর্তি হতে চলেছে। ওয়েবসাইট ব্লক করে দেওয়ার পরে ঘটনাটি নিয়ে ভিকাটান কর্তৃপক্ষ প্রতিক্রিয়া জানিয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, গ্রাহকরা নানা জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ করছেন ওঁরা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন না। তবে ওয়েবসাইট কী কারণে ব্লক করা হল, এব্যাপারে কেন্দ্রীয় সরকার আমাদের কিছুই জানায়নি। আমাদের ওয়েবসাইটে প্রকাশিত কার্টুন নিয়ে বিতর্ক তৈরি করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। একথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গত ১০০ বছরের কাছাকাছি সময় ধরে মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা নিরলসভাবে কাজ করছি। সেই দায়বদ্ধতা আগামীদিনেও পালন করে চলবো।

আরও পড়ুন: PM Modi-এর জন্মদিনেই কূটনৈতিক ধাক্কা,পাকিস্তানের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা চুক্তি

ওয়েবসাইট ব্লক করা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তামিলনাড়ুর রাজ্য রাজনীতিতে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, এধরনের ঘটনা আদতে গণতন্ত্রের উপর আক্রমণ। উল্লেখ্য, সরকারের সমালোচনার দায়ে সংবাদমাধ্যমের উপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এই নতুন নয়। ২০২৪ সালে ফেব্রুয়ারিতেও একই ধরনের ঘটনা ঘটেছে। প্রখ্যাত সংবাদমাধ্যম দি ক্যারাভানে প্রকাশিত তদন্তমূলক একটি রিপোর্ট কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। যে সংবাদ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল তা জম্মুকাশ্মীরে ভারতীয় সেনা বাহিনীর তরফে চালানো নির্যাতন সম্পর্কিত।

আরও পড়ুন: Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির

Several readers have reported that they are unable to access the Vikatan Group website after a cartoon of PM Modi in chains was published in Vikatan Magazine.