০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আল-আকসা চত্বরে তাণ্ডব জায়নবাদীদের

ইমামা খাতুন
  • আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার
  • / 97

পুবের কলম ওয়েবডেস্কঃ জুম্মাবারে ফের একবার জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হাজির জায়নবাদী বাহিনী। উদ্দেশ্য, ফিলিস্তিনিদের নামাযে বাধা ও তাদের হেনস্থা করা। শত শত ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে এসে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা আল-আকসা মসজিদে ইসরাইলি পতাকা উত্তোলন করে। ইসরাইলি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের পশ্চিমাংশের মরক্কোন গেট দিয়ে প্রবেশ করে। ফিলিস্তিনি মিডিয়া সূত্রে খবর, আল-আকসা মসজিদের ভিতরে ঢুকে যায় দখলদাররা, এরপর তারা মসজিদের কাত্তানিন গেট এলাকায় ইহুদি পতাকা উত্তোলন করে। কমপক্ষে ৬০০ ইসরাইলি বসতি স্থাপনকারী ২২টি দলে ভাগ হয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করে। এদের নেতৃত্ব দিচ্ছিলেন চরমপন্থী ইসরাইলি এমপি ইয়েহুদা গ্লিক। আল-আকসা মসজিদে তাণ্ডব চালানোর সময় সেখানে মুসল্লিদের প্রবেশ করতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। সকালে নামায পড়তেও বাধা দেওয়া হয়। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক মুসল্লিকে মারধরও করেছে বলে খবর। এ ছাড়া এ ঘটনায় প্রতিবাদকারী ফিলিস্তিনিদের দিকে রাবার-কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়া হয়। আল-আকসার পাশাপাশি ফিলিস্তিনের প্রাচীন শহর হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদেও অবৈধ বসতকারীরা প্রবেশ করে ইসরাইলি পতাকা উত্তোলন করেছে। আল-আকসার পর এই ইব্রাহিমি মসজিদ ফিলিস্তিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা।

আরও পড়ুন: আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল-আকসা চত্বরে তাণ্ডব জায়নবাদীদের

আপডেট : ৬ মে ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ জুম্মাবারে ফের একবার জেরুসালেমের পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হাজির জায়নবাদী বাহিনী। উদ্দেশ্য, ফিলিস্তিনিদের নামাযে বাধা ও তাদের হেনস্থা করা। শত শত ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে এসে তাণ্ডব চালিয়েছে। এ সময় তারা আল-আকসা মসজিদে ইসরাইলি পতাকা উত্তোলন করে। ইসরাইলি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদের পশ্চিমাংশের মরক্কোন গেট দিয়ে প্রবেশ করে। ফিলিস্তিনি মিডিয়া সূত্রে খবর, আল-আকসা মসজিদের ভিতরে ঢুকে যায় দখলদাররা, এরপর তারা মসজিদের কাত্তানিন গেট এলাকায় ইহুদি পতাকা উত্তোলন করে। কমপক্ষে ৬০০ ইসরাইলি বসতি স্থাপনকারী ২২টি দলে ভাগ হয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করে। এদের নেতৃত্ব দিচ্ছিলেন চরমপন্থী ইসরাইলি এমপি ইয়েহুদা গ্লিক। আল-আকসা মসজিদে তাণ্ডব চালানোর সময় সেখানে মুসল্লিদের প্রবেশ করতে দেয়নি ইসরাইলি কর্তৃপক্ষ। সকালে নামায পড়তেও বাধা দেওয়া হয়। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক মুসল্লিকে মারধরও করেছে বলে খবর। এ ছাড়া এ ঘটনায় প্রতিবাদকারী ফিলিস্তিনিদের দিকে রাবার-কোটেড বুলেট, টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছোড়া হয়। আল-আকসার পাশাপাশি ফিলিস্তিনের প্রাচীন শহর হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদেও অবৈধ বসতকারীরা প্রবেশ করে ইসরাইলি পতাকা উত্তোলন করেছে। আল-আকসার পর এই ইব্রাহিমি মসজিদ ফিলিস্তিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা।

আরও পড়ুন: আল-আকসা রক্ষায় বিশ্বজুড়ে মসজিদগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান