০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের পথে বিরাট

চামেলি দাস
  • আপডেট : ১০ মে ২০২৫, শনিবার
  • / 360

ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে বারণ বিসিসিআইয়ের

পুবের কলম, ওয়েবডেস্ক: বিরাট কোহলি কি এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? তেমনই ইচ্ছের কথা তিনি নিজেই শুনিয়ে দিয়েছেন। বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার টেস্ট ফরমেট থেকেও সরে যাবার ইচ্ছা প্রকাশ করে বিরাট জানিয়েছেন, ‘ আর আমি টেস্ট খেলতে চাইছি না। এবার এই ফরম্যাট থেকে অবসর নিতে চাইছি।’ সামনেই ভারতের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সেখানে ভারত। ইতিমধ্যেই রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন।

সাদা জার্সিতে লাল বল খেলার মানসিকতা সম্পন্ন অভিজ্ঞ ক্রিকেটার বলতে এই মুহূর্তে দলে শুধুমাত্র বিরাট কোহলি। কারণ চেতেশ্বর পুজারা বা রাহানেরা টেস্টে এখন আর সুযোগ পান না। আর তাদের পরিমাপ বিরাট কোহলির তুল্যও নয়। তাই ইংল্যান্ড সিরিজের আগে বিরাটের এই ভাবনাকে মোটেও স্বীকার করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে বিরাট কোহলি থাকা মানে ভারতীয় দলের মনোবল চাঙ্গা থাকা। বোর্ড  জানে এই মুহূর্তে বিরাট অবসর নিলে ভারতীয় টেস্ট দলের ওপর তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বিরাটকে তারা এখনই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বারণ করছে।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

যদিও বিরাট বলছেন দলে অনেক নতুন তারকা এসেছে। তাদের জায়গা করে দিতেই তিনি টেস্ট থেকে অবসর নিতে চান। তবে ওয়ানডে খেলবেন। আসলে ধীরে ধীরে সমস্ত ধরনের ফরম্যাট থেকে অবসরের পথে হাঁটতে চাইছেন বিরাট। ইতিমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে একটি সেঞ্চুরি করা ছাড়া, সাদা জার্সিতে বিরাটের এই মুহূর্তে পারফরম্যান্স খুব ভালো নয়।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

তাছাড়া একটা দুটো ম্যাচে খারাপ খেললেই যেভাবে তার দিকে সমালোচনার তির ধেয়ে আসছে, তা কোনও রকমে হজম করছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। কিন্তু কতদিন? বিরাট তাই জানিয়েছেন, ‘লম্বা ফরম্যাটে খেলতে গেলে মানসিক স্থিরতা থাকা দরকার । তার সঙ্গে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকাটাও ভীষণ প্রয়োজন। কিন্তু কোথাও একটা গিয়ে আমি ভীষণ রকম মানসিক চাপ অনুভব করছি। এমত অবস্থায় টেস্ট ক্রিকেট খেলতে যাওয়া মানে, পারফরম্যান্সে ঘাটতি হবার সম্ভাবনা থাকে। তাই নিজেকে আর জোর করে এই ফরম্যাটে ধরে রাখতে চাইছি না।’

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

 

কিন্তু বিসিসিআই মনে করছে ইংল্যান্ড সফরে বিরাট কোহলির থাকাটা ভীষণ প্রয়োজন। তাতে বিরাট কতটা ভালো পারফরমেন্স করতে পারবেন সেটা পরের কথা, কিন্তু তিনি থাকলে ভারতীয় দলের মনোবল চাঙ্গা থাকবে। তাছাড়া বিরাটের এখনো যা শারীরিক ফিটনেস, তাতে আরো কয়েকটা বছর তিনি সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটকে অনায়াসে টেনে নিয়ে যেতে পারেন। বিসিসিআই অন্তত তেমনটাই মনে করছে। তাই আসন্ন ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখেই তারা কোহলিকে এখনই টেস্ট থেকে অবসরের কোন সিদ্ধান্ত নিতে বারণ করেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের পথে বিরাট

আপডেট : ১০ মে ২০২৫, শনিবার

ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে বারণ বিসিসিআইয়ের

পুবের কলম, ওয়েবডেস্ক: বিরাট কোহলি কি এবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন? তেমনই ইচ্ছের কথা তিনি নিজেই শুনিয়ে দিয়েছেন। বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার টেস্ট ফরমেট থেকেও সরে যাবার ইচ্ছা প্রকাশ করে বিরাট জানিয়েছেন, ‘ আর আমি টেস্ট খেলতে চাইছি না। এবার এই ফরম্যাট থেকে অবসর নিতে চাইছি।’ সামনেই ভারতের ইংল্যান্ড সফর। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সেখানে ভারত। ইতিমধ্যেই রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নিয়ে নিয়েছেন।

সাদা জার্সিতে লাল বল খেলার মানসিকতা সম্পন্ন অভিজ্ঞ ক্রিকেটার বলতে এই মুহূর্তে দলে শুধুমাত্র বিরাট কোহলি। কারণ চেতেশ্বর পুজারা বা রাহানেরা টেস্টে এখন আর সুযোগ পান না। আর তাদের পরিমাপ বিরাট কোহলির তুল্যও নয়। তাই ইংল্যান্ড সিরিজের আগে বিরাটের এই ভাবনাকে মোটেও স্বীকার করতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে বিরাট কোহলি থাকা মানে ভারতীয় দলের মনোবল চাঙ্গা থাকা। বোর্ড  জানে এই মুহূর্তে বিরাট অবসর নিলে ভারতীয় টেস্ট দলের ওপর তার একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বিরাটকে তারা এখনই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে বারণ করছে।

আরও পড়ুন: বিসিসিআই ও কেন্দ্রীয় সরকারের নির্দেশেই করমর্দনে না করেছিলেন পাইক্রফট 

যদিও বিরাট বলছেন দলে অনেক নতুন তারকা এসেছে। তাদের জায়গা করে দিতেই তিনি টেস্ট থেকে অবসর নিতে চান। তবে ওয়ানডে খেলবেন। আসলে ধীরে ধীরে সমস্ত ধরনের ফরম্যাট থেকে অবসরের পথে হাঁটতে চাইছেন বিরাট। ইতিমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে একটি সেঞ্চুরি করা ছাড়া, সাদা জার্সিতে বিরাটের এই মুহূর্তে পারফরম্যান্স খুব ভালো নয়।

আরও পড়ুন: ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা

তাছাড়া একটা দুটো ম্যাচে খারাপ খেললেই যেভাবে তার দিকে সমালোচনার তির ধেয়ে আসছে, তা কোনও রকমে হজম করছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি। কিন্তু কতদিন? বিরাট তাই জানিয়েছেন, ‘লম্বা ফরম্যাটে খেলতে গেলে মানসিক স্থিরতা থাকা দরকার । তার সঙ্গে শারীরিক ও মানসিকভাবে চাঙ্গা থাকাটাও ভীষণ প্রয়োজন। কিন্তু কোথাও একটা গিয়ে আমি ভীষণ রকম মানসিক চাপ অনুভব করছি। এমত অবস্থায় টেস্ট ক্রিকেট খেলতে যাওয়া মানে, পারফরম্যান্সে ঘাটতি হবার সম্ভাবনা থাকে। তাই নিজেকে আর জোর করে এই ফরম্যাটে ধরে রাখতে চাইছি না।’

আরও পড়ুন: ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

 

কিন্তু বিসিসিআই মনে করছে ইংল্যান্ড সফরে বিরাট কোহলির থাকাটা ভীষণ প্রয়োজন। তাতে বিরাট কতটা ভালো পারফরমেন্স করতে পারবেন সেটা পরের কথা, কিন্তু তিনি থাকলে ভারতীয় দলের মনোবল চাঙ্গা থাকবে। তাছাড়া বিরাটের এখনো যা শারীরিক ফিটনেস, তাতে আরো কয়েকটা বছর তিনি সাদা জার্সিতে লাল বলের ক্রিকেটকে অনায়াসে টেনে নিয়ে যেতে পারেন। বিসিসিআই অন্তত তেমনটাই মনে করছে। তাই আসন্ন ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখেই তারা কোহলিকে এখনই টেস্ট থেকে অবসরের কোন সিদ্ধান্ত নিতে বারণ করেছেন।