বসিরহাট উপসংশোধনাগারে কয়েদিদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ স্বেচ্ছাসেবী সংগঠনের

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 17
পুবের কলম প্রতিবেদক : কয়েদিদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করালো স্বেচ্ছাসেবী সংগঠনের বোনেরা। বসিরহাট মহকুমার উপসংশোধনাগারে ভারত ও বাংলাদেশ ২৪৭ জন কয়েদি রয়েছে। তার মধ্যে ৭০ জন বাংলাদেশি কয়েদি।
প্রতিবছর এই রাখি পূর্ণিমার দিন বাড়িতে থাকলে প্রিয় বোনেরা তাদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভালো থাকার বার্তা দিত। তাই তারা বোনেদের কাছ থেকে যাতে রাখি ও মিষ্টি মুখের মধ্য দিয়ে আশীর্বাদ থেকে বঞ্চিত না হয় তার জন্য হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়ার বসিরহাট শাখার শ্রীদাম কাহার ,রেখা রায়, নেহা মন্ডল বোনেরা শনিবার বসিরহাট উপসংশোধনাগারে এসে, জেলখানায় বন্দি ভাইদের হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ আশীর্বাদ শুভেচ্ছা বিনিময় করলেন।
বাংলাদেশী কয়েদি মোহন সরকার, ভারতীয় কয়েদি মনোরঞ্জন সরকার বলেন, আজকের দিনটা বাড়িতে থাকলে সবাই মিলে আনন্দ উৎসবে মাততাম।এখানে সকাল সকাল বোনেরা রাখি এনে মিষ্টি মুখ করিয়ে আমাদের সেই আক্ষেপটা পূরণ করলেন। খুব ভালো লাগছে, আমরা দীর্ঘদিন ধরেই জেলে রয়েছি।
আমরা এখান থেকে বেরিয়ে মূল স্রোতে ফিরতে চাই।ই যাতে সমাজে আর পাঁচটা সুস্থ ভালো মানুষের মতো জীবন যাপন করতে পারি। এই বদনাম ঘোচাতে আমরা এখান থেকে বেরিয়ে মানুষের পাশে থাকবো। মানুষের সঙ্গে কাজ করবো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবো।