পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ইনিউমারেশন পর্ব শেষ হতেই রাজ্যের ভোটকেন্দ্রগুলিতে বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তবে তার আগেই প্রতিটি বুথে ৫৮ লক্ষেরও বেশি বাদ পড়া ভোটারের নাম প্রকাশ্যে ঝুলবে। মৃত, স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটার মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৫৮,০৮,২০২।
২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকা বহু নতুন ভোটারকে ‘সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করে তাঁদের নথি আপলোডের নির্দেশ দিয়েছে কমিশন। এজন্য বিএলও অ্যাপে যুক্ত করা হয়েছে নতুন ট্যাব—‘রিভেরিফাই লজিকাল ডিসক্রিপেন্সি’। আত্মীয়তার নথি অস্পষ্ট হওয়ায় বহু আবেদনকারীর ক্ষেত্রে বাবা-মা বা দাদা-দিদিমার সঙ্গে সম্পর্কের প্রমাণ আপলোড করতে হচ্ছে বিএলওদের। শেষ মুহূর্তে অতিরিক্ত কাজের চাপে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
কমিশনের দাবি, খসড়া তালিকার আগে নথি জমা পড়লে সংশ্লিষ্ট ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে না। যেসব বুথে ডিজিটাইজেশন সম্পূর্ণ হয়েছে, সেসব স্থানে তালিকা টাঙানো শুরু হয়ে গেছে। শুনানিকেন্দ্র শুধু ডিএম অফিসে হওয়ায় জায়গার সমস্যা তৈরি হওয়ায় কয়েকটি জেলা বিকল্প ব্যবস্থার আবেদন জানিয়েছে।


































