০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যে গতবারের চেয়ে ভোটার বেড়েছে ৯ লক্ষের বেশি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 70

নিজস্ব প্রতিবেদক: ভুতুড়ে ভোটার তাড়ানো সত্বেও রাজ্যে গত বছরের তুলনায় ৯ লক্ষের বেশি ভোটার বেড়েছে। গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধির হার এক দশমিক ২৪ শতাংশ। ১৩ লক্ষ ৩৩ হাজারের বেশি নতুন ভোটারের নাম উঠেছে।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকেই এ তথ্য জানা গিয়েছে। চূড়ান্ত  ভোটার তালিকা প্রকাশ হলেও তালিকায় নাম তোলা কিংবা কেন্দ্র পরিবর্তনের কাজ লাগাতার চলবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

গত বছর অর্থা‍ৎ ২০২২ সালের জানুয়ারি মাসে  প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০।   গত বছরের নভেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকায়   ১২ হাজার  ৫৭৭ জন ভোটার কমে গিয়ে দাঁড়িয়েছিল ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জনে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

এদিন যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে ভোটার সংখ্যা ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮২ লক্ষ  ৩৬ হাজার ৫০৭ জন আর মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ৭৯৯ জন। সার্ভিস ভোটারের সংখ্যা এক লক্ষ ১৪ হাজার ৭৯৭ জন।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

তালিকায় নতুন যোগ হয়েছে ১৭ লক্ষ ৮১ হাজার ৭৭৫ জনের নাম। বাদ গিয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৭৫৩ জন। তার মধ্যে মারা গিয়েছেন চার লক্ষ ৯ হাজার ৩২১ জন। দুই জায়গায় নাম থাকায় বাদ গিয়েছে ৫ হাজার ৯০৮ জনের নাম। ৪ লক্ষ ৪৮ হাজার ৫২৪ জন অন্যত্র চলে গিয়েছেন। আগে রাজ্যে মোট বুথ ছিল ৭৯ হাজার ৪০২। এখন বেড়ে হয়েছে ৭৯ হাজার ৫০১। রাজ্যে ১০০ শতাংশ ভোটারেরই সচিত্র পরিচয়পত্র রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যে গতবারের চেয়ে ভোটার বেড়েছে ৯ লক্ষের বেশি

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: ভুতুড়ে ভোটার তাড়ানো সত্বেও রাজ্যে গত বছরের তুলনায় ৯ লক্ষের বেশি ভোটার বেড়েছে। গত বছরের তুলনায় ভোটার বৃদ্ধির হার এক দশমিক ২৪ শতাংশ। ১৩ লক্ষ ৩৩ হাজারের বেশি নতুন ভোটারের নাম উঠেছে।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা থেকেই এ তথ্য জানা গিয়েছে। চূড়ান্ত  ভোটার তালিকা প্রকাশ হলেও তালিকায় নাম তোলা কিংবা কেন্দ্র পরিবর্তনের কাজ লাগাতার চলবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

গত বছর অর্থা‍ৎ ২০২২ সালের জানুয়ারি মাসে  প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, রাজ্যে ভোটার সংখ্যা ছিল ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০।   গত বছরের নভেম্বর মাসে প্রকাশিত খসড়া তালিকায়   ১২ হাজার  ৫৭৭ জন ভোটার কমে গিয়ে দাঁড়িয়েছিল ৭ কোটি ৪২ লক্ষ ৮৮ হাজার ২৩৩ জনে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

এদিন যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে রাজ্যে ভোটার সংখ্যা ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ৮২ লক্ষ  ৩৬ হাজার ৫০৭ জন আর মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজার ৭৯৯ জন। সার্ভিস ভোটারের সংখ্যা এক লক্ষ ১৪ হাজার ৭৯৭ জন।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

তালিকায় নতুন যোগ হয়েছে ১৭ লক্ষ ৮১ হাজার ৭৭৫ জনের নাম। বাদ গিয়েছে ৮ লক্ষ ৬৩ হাজার ৭৫৩ জন। তার মধ্যে মারা গিয়েছেন চার লক্ষ ৯ হাজার ৩২১ জন। দুই জায়গায় নাম থাকায় বাদ গিয়েছে ৫ হাজার ৯০৮ জনের নাম। ৪ লক্ষ ৪৮ হাজার ৫২৪ জন অন্যত্র চলে গিয়েছেন। আগে রাজ্যে মোট বুথ ছিল ৭৯ হাজার ৪০২। এখন বেড়ে হয়েছে ৭৯ হাজার ৫০১। রাজ্যে ১০০ শতাংশ ভোটারেরই সচিত্র পরিচয়পত্র রয়েছে।