ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে গড়ে উঠবে সর্বস্তরের প্রতিরোধ, হুঁশিয়ারি মাহমুদ মাদানীর

- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 133
পুবের কলম ওয়েবডেস্ক: ভোটাধিকার রক্ষায় দৃঢ় বার্তা দিলেন জমিয়তে উলামা-এ-হিন্দের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, “ভোটাধিকার কেড়ে নেওয়া মানে শুধু নির্বাচনী অবিচার নয়, বরং নাগরিকদের পরিচয়, অধিকার ও ভবিষ্যৎ কেড়ে নেওয়া।” তিনি সতর্ক করেন, রাষ্ট্রের সংস্থাগুলি যদি পক্ষপাতদুষ্ট আচরণ করে, তবে সংখ্যালঘু ও দরিদ্র শ্রেণির মানুষের গণতন্ত্রে আস্থা নষ্ট হবে।
মাদানী জোর দিয়ে বলেন, “আমরা দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার রক্ষায় সাংবিধানিক, আইনগত ও গণতান্ত্রিক উপায়ে লড়াই করব। কেউ যদি এই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে গড়ে উঠবে তীব্র প্রতিরোধ।”
গণতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করতে জমিয়তের এই আহ্বান তাৎপর্যপূর্ণ বলে মত বিশ্লেষকদের।