১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মমতার পথে হেঁটে এবার পোস্ট অফিসে-এ বায়ো মেট্রিক হাজিরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 64

পুবের কলম প্রতিবেদক: পথ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে রাজ্য সরকারের সব কার্যালয়ে, দফতরে, অফিসে চালু হয়ে গিয়েছে বায়ো মেট্রিক হাজিরা। জেলায় জেলায় প্রশাসনিক অফিসগুলির পাশাপাশি প্রতিটি জেলার মুখ্য প্রশাসনিক কার্যালয়, মহকুমা কার্যালয় ও ব্লক অফিসেও এই নিয়ম কার্যকর হয়েছে।

এই নির্দেশের আওতায় রাজ্যের সব গ্রেডের সকল কর্মচারীরা যেমন থাকছেন তেমনি থাকছেন রাজ্যের সব ডব্লুবিসিএস ও আইএএস আধিকারিকেরাও এবং আমলারাও।

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল ১০টার মধ্যে অফিসে ঢোকা এবং ৫টা পর্যন্ত অফিস করা কার্যত বাধ্যতামূলক হয়েছে এই নিয়মের জেরে। এবার সেই পথেই হাঁটা দিল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। দেশজুড়ে সব পোস্ট অফিস-এ বায়ো মেট্রিক হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

জানা গিয়েছে, দেশজুড়ে যত পোস্ট অফিস আছে প্রতিটি ক্ষেত্রে এদিন থেকে বায়ো মেট্রিক হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। পোস্ট অফিসের যিনি যত বড় অফিসার হোন না কেন বা যত নীচুতলার পদেই কেউ কর্মরত হোন না কেন সকলের ক্ষেত্রেই বায়ো মেট্রিক হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এদিন থেকেই। কেউ যদি অফিসে পা রাখার সময় সেই বায়ো মেট্রিক হাজিরা মেনে নিজের উপস্থিতি নথিভুক্ত না করেন তাহলে তিনি কিন্তু সেদিন অফিসে হাজিরা থেকেও সরকারের কাছে অনুপস্থিত হিসাবেই গণ্য হবেন।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে এসে এই বায়ো মেট্রিক হাজিরা নথিবদ্ধ না করলে লেট ফাইনে’র মুখে পড়বেন। তবে সব পোস্ট অফিস-এ এখনও আধার নির্ভর বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়নি।

যেসব জায়গায় তা থাকলেও কর্মীরা সেই পরিকাঠামো ব্যবহার করছেন না, সেসব ক্ষেত্রে দ্রুত এই নিয়ম চালু করতে হবে। নয়া এই পদ্ধতি অনুযায়ী দিনে সাড়ে আট ঘণ্টার কম কাজ করলে প্রাপ্য ছুটি কমে যাবে বলে জানিয়েছে ডাকবিভাগ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মমতার পথে হেঁটে এবার পোস্ট অফিসে-এ বায়ো মেট্রিক হাজিরা

আপডেট : ২ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক: পথ দেখিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে রাজ্য সরকারের সব কার্যালয়ে, দফতরে, অফিসে চালু হয়ে গিয়েছে বায়ো মেট্রিক হাজিরা। জেলায় জেলায় প্রশাসনিক অফিসগুলির পাশাপাশি প্রতিটি জেলার মুখ্য প্রশাসনিক কার্যালয়, মহকুমা কার্যালয় ও ব্লক অফিসেও এই নিয়ম কার্যকর হয়েছে।

এই নির্দেশের আওতায় রাজ্যের সব গ্রেডের সকল কর্মচারীরা যেমন থাকছেন তেমনি থাকছেন রাজ্যের সব ডব্লুবিসিএস ও আইএএস আধিকারিকেরাও এবং আমলারাও।

আরও পড়ুন: শুক্রবার রথযাত্রা, তুঙ্গে উন্মাদনা! রথে চাকা কখন ঘুরবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সকাল ১০টার মধ্যে অফিসে ঢোকা এবং ৫টা পর্যন্ত অফিস করা কার্যত বাধ্যতামূলক হয়েছে এই নিয়মের জেরে। এবার সেই পথেই হাঁটা দিল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার। দেশজুড়ে সব পোস্ট অফিস-এ বায়ো মেট্রিক হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এদিন অর্থাৎ ১ এপ্রিল থেকে।

আরও পড়ুন: নবান্ন থেকে মোদির আক্রমণের জবাব দিলেন মমতা

জানা গিয়েছে, দেশজুড়ে যত পোস্ট অফিস আছে প্রতিটি ক্ষেত্রে এদিন থেকে বায়ো মেট্রিক হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। পোস্ট অফিসের যিনি যত বড় অফিসার হোন না কেন বা যত নীচুতলার পদেই কেউ কর্মরত হোন না কেন সকলের ক্ষেত্রেই বায়ো মেট্রিক হাজিরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এদিন থেকেই। কেউ যদি অফিসে পা রাখার সময় সেই বায়ো মেট্রিক হাজিরা মেনে নিজের উপস্থিতি নথিভুক্ত না করেন তাহলে তিনি কিন্তু সেদিন অফিসে হাজিরা থেকেও সরকারের কাছে অনুপস্থিত হিসাবেই গণ্য হবেন।

আরও পড়ুন: চাকরির খবরঃ ২১ হাজার গ্রামীণ ডাক সেবক নিয়োগ করবে ডাকবিভাগ

এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসে এসে এই বায়ো মেট্রিক হাজিরা নথিবদ্ধ না করলে লেট ফাইনে’র মুখে পড়বেন। তবে সব পোস্ট অফিস-এ এখনও আধার নির্ভর বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়নি।

যেসব জায়গায় তা থাকলেও কর্মীরা সেই পরিকাঠামো ব্যবহার করছেন না, সেসব ক্ষেত্রে দ্রুত এই নিয়ম চালু করতে হবে। নয়া এই পদ্ধতি অনুযায়ী দিনে সাড়ে আট ঘণ্টার কম কাজ করলে প্রাপ্য ছুটি কমে যাবে বলে জানিয়েছে ডাকবিভাগ।