যুদ্ধে উস্কানি: গাজায় পারমাণবিক বোমা মারতে ইসরাইলকে আহ্বান মার্কিন সিনেটরের

- আপডেট : ১৩ মে ২০২৪, সোমবার
- / 0
ওয়াশিংটন, ১৩ মে: ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে উস্কানি মার্কিন সিনেটর। হিরোশিমা ও নাগাসাকির ধাচে ফিলিস্তিনের গাজায় পারমাণবিক বোমা হামলা চালানোর পক্ষে শওয়াল করলেন মার্কিন সিনেটের লিন্ডসে গ্রাহাম। পারমাণবিক বোমা হামলা চালাতে ইসরাইলকে আহ্বান জানালেন তিনি। আমেরিকার এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই আহ্বান জানান লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন, ‘আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরাইলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত, যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা হারতে পারে না।’
ইসরাইলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম। ইসরাইলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ায় বাইডেন প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনাও করেন তিনি। লিন্ডসে গ্রাহাম ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরাইল, ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা তোমরা করো, করতে হবে।’