পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রে জল,ব্যাহত পরিষেবা

- আপডেট : ৯ জুলাই ২০২৫, বুধবার
- / 108
সেখ কুতুবউদ্দিন: সামান্য বৃষ্টি হলেই পঞ্চায়েতে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রে ঢুকে যায় জল। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের কৈচর–২ পঞ্চায়েতের (বনকাপাসি) নিজের তলায় থাকা উপস্বাস্থ্য কেন্দ্রে একটু জল হলেই ডুবে যায়। এর ফলে ব্যবহত হয় কাজকর্ম। আগে পঞ্চায়েতের নিচের তলা বর্ধমান–কাটোয়া রোড থেকে উপরে ছিল। এখন মেইন রোড এবং আশপাস উঁচু হয়ে যাওয়ায় জল ঢুকে গেলে বাইরে বের হয় না। এর ফলে পঞ্চায়েত ও স্বাস্থ্য কর্মীদের সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ।
কৈচর–২ পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাঘব চন্দ্র ঘোষ এদিন বলেন, পঞ্চায়েতের নীচের তলায় উপস্বাস্থ্য কেন্দ্রের কাজকর্ম পরিচালিত হয়। চারিদিক উঁচু হয়ে যাওয়ায় একটু জল ঢুকে যায়। বৃষ্টি কমলে পাইপলাইন করে জল বের করার ব্যবস্থা করা হবে।
এই বিষয়ে বুধবার মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. মনোতোষ বিশ্বাস প্রতিবেদককে জানান, কৈচর–২ পঞ্চায়েতে সাব–সেন্টার গড়ার প্রস্তাব উদ্ধর্তন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ এলে আলাদা বিল্ডিং তৈরি হবে। গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।