১৯ জুলাই ২০২৫, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২০ বছর পর ঠাকরে ভাইদের যৌথ সমাবেশ, “আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গেই থাকব” বার্তা উদ্ধব ঠাকরের

চামেলি দাস
  • আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
  • / 64

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ২০ বছর পর একমঞ্চে দেখা গলে মহারাষ্ট্রের দুই ঠাকরে ভাইকে। শনিবার মুম্বইয়ে ‘আওয়াজ মারাঠিচা’ নামে এক বিশাল সমাবেশে শিবসেনা (UBT) ও এমএনএস সমর্থকেরা একত্রে অংশ নেন। সেখানে দেখা গলে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে। সমাবেশ থেকে উদ্ধব ঠাকরে বলেন, “আমরা একসঙ্গে এসেছি এবং একসঙ্গেই থাকব।”

মহারাষ্ট্রের স্কুলে প্রথম শ্রেণি থেকেই হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে চালুর নির্দেশ দিয়েছিল সরকার। জনগণের চাপ ও আন্দোলনের মুখে সরকার সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়। হিন্দি ভাষা বাতিলের সিদ্ধান্তের উদযাপন হিসাবে এই যুগ্ম সমাবেশের আয়োজন করা হয়। উদ্ধব ঠাকরে বলেন, “আমরা সরকারকে আমাদের উপর হিন্দি চাপিয়ে দিতে দেব না।”রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরের এই ঐক্য আগামী মহারাষ্ট্র রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

আরও পড়ুন: রাজ ঠাকরের সঙ্গে একজোট হয়ে চলার বার্তা উদ্ধবের

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০ বছর পর ঠাকরে ভাইদের যৌথ সমাবেশ, “আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গেই থাকব” বার্তা উদ্ধব ঠাকরের

আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রায় ২০ বছর পর একমঞ্চে দেখা গলে মহারাষ্ট্রের দুই ঠাকরে ভাইকে। শনিবার মুম্বইয়ে ‘আওয়াজ মারাঠিচা’ নামে এক বিশাল সমাবেশে শিবসেনা (UBT) ও এমএনএস সমর্থকেরা একত্রে অংশ নেন। সেখানে দেখা গলে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরেকে। সমাবেশ থেকে উদ্ধব ঠাকরে বলেন, “আমরা একসঙ্গে এসেছি এবং একসঙ্গেই থাকব।”

মহারাষ্ট্রের স্কুলে প্রথম শ্রেণি থেকেই হিন্দিকে তৃতীয় ভাষা হিসেবে চালুর নির্দেশ দিয়েছিল সরকার। জনগণের চাপ ও আন্দোলনের মুখে সরকার সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিতে বাধ্য হয়। হিন্দি ভাষা বাতিলের সিদ্ধান্তের উদযাপন হিসাবে এই যুগ্ম সমাবেশের আয়োজন করা হয়। উদ্ধব ঠাকরে বলেন, “আমরা সরকারকে আমাদের উপর হিন্দি চাপিয়ে দিতে দেব না।”রাজ ঠাকরে ও উদ্ধব ঠাকরের এই ঐক্য আগামী মহারাষ্ট্র রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

আরও পড়ুন: রাজ ঠাকরের সঙ্গে একজোট হয়ে চলার বার্তা উদ্ধবের