০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিটি শিশুর জন্য চাই শিক্ষা ও খাদ্য

পুবের কলম ওয়েবডেস্ক: আইনত নিষিদ্ধ শিশু শ্রম। তাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে শিশু শ্রমিক দিয়ে কাজ। আকছাড় শোনা যায় শিশু শ্রমিক উপর নির্যাতন। কিছুদিন আগে বর্ধমানের কাটোয়ার এক শিশু শ্রমিক গুজরাতে গিয়ে নির্যাতিত হয়। ১২ বছরের শিশুটিকে শারীরিক, মানসিক অত্যাচারের অভিযোগ ওঠে।

একই সময় বেহালার মহেশতলায় এক শিশু শ্রমিকের উপর অত্যাচারের ছবি ফুটে ওঠে। মোবাইল চুরির অভিযোগ দিয়ে শিশুটিকে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। সেই ঘটনার পর থেকে শিশুটি নিখোঁজ। এখনও মেলেনি তার খোঁজ।

আরও পড়ুন: ১০ জনে ১ জন শিশু শ্রমজীবী– ২০ বছরে প্রথম এত বৃদ্ধি­ সমীক্ষা

আর্থিক সুরাহার তাগিদে মা-বাবা নিজেদের সন্তানকে কাজ করাতে বাধ্য হন। কাজ করতে গিয়ে মেলে নিগ্রহ ও নির্যাতন। ছোট দুটো হাতে বই, পিঠে ব্যাগ নিয়ে যখন স্কুলে যাওয়ার কথা তখন তারা কায়িক শ্রম দেয়। একটু ভালো থাকার চেষ্টায় জোটে মারধর-লাঞ্ছনা। লেদ কারখানায় কর্মরত এক শিশু-শ্রমিকের ছবি ফুটে উঠেছে পুবের কলমের চিত্রগ্রাহক সন্দীপ ঘোষের ক্যামেরায়। যে সময় স্কুলে থাকার কথা, তখন এই শিশু লেদ কারখানায় ব্যস্ত কায়িক শ্রমদানে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রতিটি শিশুর জন্য চাই শিক্ষা ও খাদ্য

আপডেট : ১১ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: আইনত নিষিদ্ধ শিশু শ্রম। তাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে শিশু শ্রমিক দিয়ে কাজ। আকছাড় শোনা যায় শিশু শ্রমিক উপর নির্যাতন। কিছুদিন আগে বর্ধমানের কাটোয়ার এক শিশু শ্রমিক গুজরাতে গিয়ে নির্যাতিত হয়। ১২ বছরের শিশুটিকে শারীরিক, মানসিক অত্যাচারের অভিযোগ ওঠে।

একই সময় বেহালার মহেশতলায় এক শিশু শ্রমিকের উপর অত্যাচারের ছবি ফুটে ওঠে। মোবাইল চুরির অভিযোগ দিয়ে শিশুটিকে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। সেই ঘটনার পর থেকে শিশুটি নিখোঁজ। এখনও মেলেনি তার খোঁজ।

আরও পড়ুন: ১০ জনে ১ জন শিশু শ্রমজীবী– ২০ বছরে প্রথম এত বৃদ্ধি­ সমীক্ষা

আর্থিক সুরাহার তাগিদে মা-বাবা নিজেদের সন্তানকে কাজ করাতে বাধ্য হন। কাজ করতে গিয়ে মেলে নিগ্রহ ও নির্যাতন। ছোট দুটো হাতে বই, পিঠে ব্যাগ নিয়ে যখন স্কুলে যাওয়ার কথা তখন তারা কায়িক শ্রম দেয়। একটু ভালো থাকার চেষ্টায় জোটে মারধর-লাঞ্ছনা। লেদ কারখানায় কর্মরত এক শিশু-শ্রমিকের ছবি ফুটে উঠেছে পুবের কলমের চিত্রগ্রাহক সন্দীপ ঘোষের ক্যামেরায়। যে সময় স্কুলে থাকার কথা, তখন এই শিশু লেদ কারখানায় ব্যস্ত কায়িক শ্রমদানে।