হিংসা নয়, শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে তোপ মমতার

- আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
- / 183
পুবের কলম প্রতিবেদক: বিভিন্ন সময়ে সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে সরব হয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকেও শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত উত্তরবঙ্গের এই অঞ্চলে এসে এ দিন নাম না করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক অশান্তির পরিস্থিতিতে বললেন, ‘হিংসা নয়, শান্তি চাই। মৃত্যু নয়, জীবন চাই।’ মুখ্যমন্ত্রীর কথায়, দাঙ্গা হলে রাজনীতির লোকেরা রাজনীতি করার সুযোগ পাবে। আমি হিংসা চাই না। হিংসা হলে ঘর জ্বলবে, মানুষ মরবে। যারা হিংসা চায়, তারা হিংসা নিয়ে জন্মায়। তারা মানুষের ভালো চায় না।
মুখ্যমন্ত্রী এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা ভালো কাজ করে তাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। যারা কুৎসা করে, মানুষের মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করে, আমি তাদের সমর্থন করি না। এ দিন সোশ্যাল মিডিয়ায় কুৎসারও বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, যারা কুৎসা করছে করতে দিন। তবে কুৎসা করে আগুন লাগানোর চেষ্টা করে মানুষে মানুষে বিভেদ লাগানোর চেষ্টা করলে, তা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে রবীন্দ্রনাথ, নজরুলের প্রসঙ্গ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ঘরে ঘরে ‘বিজয় পতাকা’ উত্তোলনের কথা বলেছেন।