মুষ্টিমেয় ধনীর হাতে সম্পদ কেন্দ্রীভূত, দেশে দরিদ্রের সংখ্যা বাড়ছে: নীতিন গড়করি

- আপডেট : ৫ জুলাই ২০২৫, শনিবার
- / 75
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতে সম্পদ গুটিকয়েক ধনীর হাত কেন্দ্রীভূত বলে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সেইসঙ্গে দেশে দরিদ্রর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলেও তিনি শনিবার একটি অনুষ্ঠানে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা বিজেপির অন্দরে অস্বস্তি বাড়াবে মনে করছে ওয়াকিবহাল মহল।
নাগপুরে একটি অনুষ্ঠান থেকে শনিবার সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি একথা বলেন। গড়করি বলেন, সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে। কৃষি, উৎপাদন, কর এবং পরিকাঠামো উন্নয়নে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি এদিন বক্তব্য রাখেন। সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী এদিন নাগপুরের অনুষ্ঠান থেকে বলেন,”ধীরে ধীরে দরিদ্রের সংখ্যা বাড়ছে এবং সম্পদ মুষ্টিমেয় ধনী ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হচ্ছে। এটা হওয়া উচিত নয়।”
অর্থনীতিকে এমনভাবে বৃদ্ধি করতে হবে যা কর্মসংস্থান সৃষ্টি করবে এবং গ্রামীণ এলাকায় উন্নয়ন ঘটাবে বলে তিনি মত প্রকাশ করেন। অর্থনীতিতে বিকল্প ব্যবস্থার পাশাপাশি সম্পদের বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে বলেও তিনি এদিন জানান।এদিন ভারতে উদার অর্থনীতি চালু করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি.নরসিংহ রাও এবং মনমোহন সিংয়ের প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, মোদি সরকার বারবার কেন্দ্রের নেওয়া অর্থনৈতিক সিদ্ধান্তের ফলে দেশে আর্থিক বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে বিভিন্ন অর্থনীতিবিদরা এতদিন দাবি করে আসছেন। মোদি সরকার বারবার সেই দাবিকে অস্বীকার করেছে। এই প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ্যে অর্থনীতিবিদদের মতকে স্বীকার করলেন।