২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বাগত হিজরী নববর্ষ ১৪৪৩

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার
  • / 53

পুবের কলম, ওয়েবডেস্কঃ মুহাররম ইসলামি ক্যালেন্ডারে প্রথম মাস এবং কুরআনে বর্ণিত চারটি পবিত্র মাসের মধ্যে একটি। আরবি ভাষায় মুহাররম মানে দুঃখের মাস। মুসলমানরা একে রমযানের পর দ্বিতীয় পবিত্র মাস বলে মনে করে। ইসলামে হিজরী সন ও তারিখের গুরুত্ব অপরিসীম। কারণ হিজরী সন এমন একটি সন, যার সঙ্গে মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। ১৪৪২ পার করে এই ইসলামিক বছর হবে ১৪৪৩ হিজরী।

রবিবার সোকোটোর সুলতান আলহাজি সায়াদ আবুবক্কর(তৃতীয়), নাইজেরিয়া সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স (এনএসসিআইএ), সমস্ত ইসলাম সম্প্রদায়ের মানুষকে রবিবার চাঁদ দেখার জন্য আহ্বান জানান। শনিবারই আবুবক্কর এই নির্দেশনা জারি করেন। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের কর্তৃপক্ষ মুহাররমের তারিখ নির্ধারণ করবে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসারে  খালিজ টাইমস জানিয়েছে, রবিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই এবং অতএব, মুসলিম দেশগুলিতে মুহাররমের প্রথমটি হবে মঙ্গলবার।

সংযুক্ত আরব আমিরাতে ইসলামি নতুন বছরও ১০ আগস্ট থেকে শুরু হবে। দুবাইয়ের ইসলামি বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী ‘খালিজ টাইমস’ জানিয়েছে।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা করা হয়, ১৪৪৩ বছরের হিজরী নববর্ষের ছুটি থাকবে ১২ আগস্ট বৃহস্পতিবার। সেই অনুযায়ী সরকার-বেসরকারি অফিসের কর্মকর্তাদের ছুটি থাকবে।

প্রসঙ্গত, মুহাররম ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস। আধুনিক ইসলামিক ক্যালেন্ডার ৬২২ সালে শুরু হয়েছিল, যখন নবী মুহাম্মদ সা. এবং তাঁর সঙ্গীরা মক্কা থেকে মদিনায় চলে আসেন। মদিনায় আগমনের পর মুসলিম সম্প্রদায় প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়, একটি অনুষ্ঠান যা হিজরী অর্থাৎ হিজরত হিসাবে পালিত হয়। সুতরাং, নতুন বছরের প্রথম দিনটি আলহিজরি নামে পরিচিত। মুসলমানদের রোযা, হজ, ঈদ, শবেবরাত, শবেকদর, শবে মিরাজসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরী সনের ওপর নির্ভরশীল। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসব সহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরী সনের অনুসারে হয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাগত হিজরী নববর্ষ ১৪৪৩

আপডেট : ৯ অগাস্ট ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ মুহাররম ইসলামি ক্যালেন্ডারে প্রথম মাস এবং কুরআনে বর্ণিত চারটি পবিত্র মাসের মধ্যে একটি। আরবি ভাষায় মুহাররম মানে দুঃখের মাস। মুসলমানরা একে রমযানের পর দ্বিতীয় পবিত্র মাস বলে মনে করে। ইসলামে হিজরী সন ও তারিখের গুরুত্ব অপরিসীম। কারণ হিজরী সন এমন একটি সন, যার সঙ্গে মুসলিম উম্মাহর তাহজিব-তামাদ্দুন ও ঐতিহ্যের ভিত্তি সম্পৃক্ত। ১৪৪২ পার করে এই ইসলামিক বছর হবে ১৪৪৩ হিজরী।

রবিবার সোকোটোর সুলতান আলহাজি সায়াদ আবুবক্কর(তৃতীয়), নাইজেরিয়া সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স (এনএসসিআইএ), সমস্ত ইসলাম সম্প্রদায়ের মানুষকে রবিবার চাঁদ দেখার জন্য আহ্বান জানান। শনিবারই আবুবক্কর এই নির্দেশনা জারি করেন। সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলের কর্তৃপক্ষ মুহাররমের তারিখ নির্ধারণ করবে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুসারে  খালিজ টাইমস জানিয়েছে, রবিবার চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই এবং অতএব, মুসলিম দেশগুলিতে মুহাররমের প্রথমটি হবে মঙ্গলবার।

সংযুক্ত আরব আমিরাতে ইসলামি নতুন বছরও ১০ আগস্ট থেকে শুরু হবে। দুবাইয়ের ইসলামি বিষয়ক ও দাতব্য কার্যক্রম বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী ‘খালিজ টাইমস’ জানিয়েছে।

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা করা হয়, ১৪৪৩ বছরের হিজরী নববর্ষের ছুটি থাকবে ১২ আগস্ট বৃহস্পতিবার। সেই অনুযায়ী সরকার-বেসরকারি অফিসের কর্মকর্তাদের ছুটি থাকবে।

প্রসঙ্গত, মুহাররম ইসলামি ক্যালেন্ডারের প্রথম মাস। আধুনিক ইসলামিক ক্যালেন্ডার ৬২২ সালে শুরু হয়েছিল, যখন নবী মুহাম্মদ সা. এবং তাঁর সঙ্গীরা মক্কা থেকে মদিনায় চলে আসেন। মদিনায় আগমনের পর মুসলিম সম্প্রদায় প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়, একটি অনুষ্ঠান যা হিজরী অর্থাৎ হিজরত হিসাবে পালিত হয়। সুতরাং, নতুন বছরের প্রথম দিনটি আলহিজরি নামে পরিচিত। মুসলমানদের রোযা, হজ, ঈদ, শবেবরাত, শবেকদর, শবে মিরাজসহ ইসলামের বিভিন্ন বিধি-বিধান হিজরী সনের ওপর নির্ভরশীল। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও আনন্দ-উৎসব সহ সব ক্ষেত্রেই মুসলিম উম্মাহ হিজরী সনের অনুসারে হয়।