১৭ জুন ২০২৫, মঙ্গলবার, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতাদানের বিজ্ঞপ্তি জারি

আবুল খায়ের
  • আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার
  • / 182

পুবের কলম প্রতিবেদক : সুপ্রিম রায়ে ২৬ হাজার এসএসসি শিক্ষকের চাকরি ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকার নির্দেশ থাকলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের বিষয়ে কোনও নির্দেশিকাই দেয়নি সুপ্রিম কোর্ট।  এই পরিপ্রেক্ষিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য  যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।  যেখানে বলা হয়েছে ২০১৬ সালে যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাঁরা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতা পাবেন । চলতি বছরের এপ্রিল মাস থেকে বার্তা কার্যকর করা হল। রাজ্য সরকার এই প্রকল্পের নাম দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এন্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টেরিম স্কিম  ২০২৫।

আরও পড়ুন: পুণেতে সেতু দুর্ঘটনায় শোকবার্তা মুখ্যমন্ত্রীর

২০১৬ সালের এসএসসি প্যানেলের থাকার প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও।  সেই সময় শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য সরকার। ওই বৈঠকে উপস্থিত  মুখ্যসচিব মনোজ পন্থসহ একাধিক সরকারি আমলা।  টেলিফোন মারফত কথা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।  মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার তাদের  ২৫ হাজার এবং  ২০  হাজার টাকা করে  মাসিক ভাতা দেবে। সেই  মর্মেই বিজ্ঞপ্তি জারি হল শুক্রবার।

আরও পড়ুন: ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী

যদিও রাজ্যের এই ঘোষণার পরেই হাইকোর্ট একটি মামলা দায়ের হয়েছে যেখানে বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত নিয়ে বিচারপতি  অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চাকরিহারাদের প্রতি  মানবিক হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রীর ঘোষণামতো চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের মাসিক ভাতাদানের বিজ্ঞপ্তি জারি

আপডেট : ২৩ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক : সুপ্রিম রায়ে ২৬ হাজার এসএসসি শিক্ষকের চাকরি ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকার নির্দেশ থাকলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মীদের বিষয়ে কোনও নির্দেশিকাই দেয়নি সুপ্রিম কোর্ট।  এই পরিপ্রেক্ষিতে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য  যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।  যেখানে বলা হয়েছে ২০১৬ সালে যে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষা কর্মীরা আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন তাঁরা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ২৫ এবং ২০ হাজার টাকা করে ভাতা পাবেন । চলতি বছরের এপ্রিল মাস থেকে বার্তা কার্যকর করা হল। রাজ্য সরকার এই প্রকল্পের নাম দিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড এন্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টেরিম স্কিম  ২০২৫।

আরও পড়ুন: পুণেতে সেতু দুর্ঘটনায় শোকবার্তা মুখ্যমন্ত্রীর

২০১৬ সালের এসএসসি প্যানেলের থাকার প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশের পর শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে আন্দোলনে নেমেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও।  সেই সময় শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্য সরকার। ওই বৈঠকে উপস্থিত  মুখ্যসচিব মনোজ পন্থসহ একাধিক সরকারি আমলা।  টেলিফোন মারফত কথা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও।  মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাকরি বাতিলের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাজ্য সরকার তাদের  ২৫ হাজার এবং  ২০  হাজার টাকা করে  মাসিক ভাতা দেবে। সেই  মর্মেই বিজ্ঞপ্তি জারি হল শুক্রবার।

আরও পড়ুন: ভারতীয় সেনাকে ধন্যবাদ জানিয়ে আনা হচ্ছে প্রস্তাব, থাকবেন মুখ্যমন্ত্রী

যদিও রাজ্যের এই ঘোষণার পরেই হাইকোর্ট একটি মামলা দায়ের হয়েছে যেখানে বলা হয়েছে সরকারের সিদ্ধান্ত নিয়ে বিচারপতি  অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চাকরিহারাদের প্রতি  মানবিক হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী: চন্দ্রিমা ভট্টাচার্য