পুবের কলম ওয়েব ডেস্ক: আরজি কর তরুণী চিকিৎসক ধর্ষণ, খুন কাণ্ডের প্রতিবাদ জানাতেই বুধবার রাতে রাজ্যের কোণায় কোণায় মিছিলের আয়োজন করা হয়। ব্যতিক্রম নয় রাজপথ। সেখানেও আয়োজন করা হয় প্রতিবাদ সভার। সেই মতো চলছিল মিছিল, বাড়ছিল প্রতিবাদীর সংখ্যা। তারই মধ্যে আচমকা বদলে গেল আরজি কর হাসপাতালের পরিস্থিতি।
রাত ১২ টার কিছু পরে আচমতাই বদলে যায় আরজি কর মেডিক্যাল কলেজের পরিস্থিতি। হঠাৎ ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল একদল লোক। তারপর চলল ভাঙচুর।
সরাসরি সম্প্রচার জটে ফের ভেস্তে গেল প্রশাসন প্রতিবাদীদের বৈঠক
দুই আদিবাসী মহিলা খুনের ঘটনায় ধৃত বেড়ে ২২
সুন্দরবনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিনটি ট্রলার সহ ৩৯ জন মৎস্যজীবীর এখনও খোঁজ নেই
পুলিশকে লক্ষ্য করে ছুড়ে দেয় ইট, পাটকেল। কার্যত দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচে পুলিশ। প্রতিবাদের রাতে কারা এভাবে হামলা চালাল? উঠছে প্রশ্ন । শুধু তাই নয়, আরজি করের এমার্জেন্সি বিভাগ কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে।
ভিতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, আসবাব, কাচের জিনিস সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে । আর চিকিৎসারর পরিস্থিতিই নেই এমার্জেন্সি বিভাগে । ভেঙে দেওয়া হয়েছে জরুরি বিভাগের বোর্ড। অভিযোগ, হাসপাতালের একের পর এক সিসিটিভিও ভেঙে দেওয়া হয়েছে।