Tue, September 17, 2024

ই-পেপার দেখুন

বহিরাগতদের দখলে আর জি কর, সাহায্যের আবেদন চিকিৎসকদের... ঘটনাস্থলে পৌঁছেছেন বিনীত গোয়েল

ইমামা খাতুন

Published: 15 August, 2024, 02:43 AM
বহিরাগতদের দখলে আর জি কর, সাহায্যের আবেদন চিকিৎসকদের... ঘটনাস্থলে পৌঁছেছেন বিনীত গোয়েল

পুবের কলম ওয়েব ডেস্ক: ছোড়া হচ্ছে ইট-কাচ। অন্তত সাড়ে ৩ হাজার লোক ঘিরে ফেলেছে আরজি কর। কয়েক ঘন্টার ব্যবধানে বহিরাগতদের দখলে আর জি কর মেডিক্যাল কলেজ। সাহায্যের জন্য চিৎকার ও আর্জি জানাচ্ছেন চিকিৎসকরা। আর জি করের জুনিয়র চিকিৎসকদের মতে, হামলাকারীরা সকলই সমাজবিরোধী। আর প্রমাণ লোপাট-এর চেষ্টায় এই কর্মকান্ড।  না হলে শান্তিপূর্ণ মিছিলে এমন অশান্তি কেনো সৃষ্টি হল। পরিস্থিতি  গুরুতর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

Leave a comment