Tue, July 16, 2024

ই-পেপার দেখুন

মিড-ডে মিলের খিচুড়িতে মিললো 'সরীসৃপ' ! চাঞ্চল্য

Bipasha Chakraborty

Published: 09 July, 2024, 08:29 PM
মিড-ডে মিলের খিচুড়িতে মিললো 'সরীসৃপ' ! চাঞ্চল্য

 

 

 

আইভি আদক, হাওড়া: মিড-ডে মিলের খিচুড়িতে মিললো 'সরীসৃপ' ! এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় হাওড়ার বাঁকড়ার মুন্সিডাঙ্গার একটি অঙ্গনওয়াড়ী স্কুলে। খবর চাউর হতেই স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। অভিভাবকদের অভিযোগ, মিড-ডে মিলের খাবার এদিন পড়ুয়াদের দেওয়া হয়েছিল।

পরিস্থিতি সরোজমিন করতে স্কুলে ছুটে আসে স্বাস্থ্য দফতরের মেডিকেল টিম। নিত্যদিনের মতো এদিনও অঙ্গনওয়াড়ী প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল রান্না হয়। যথারীতি খাবার দেওয়া হয়। বাড়িতে সেই খাবার নিয়ে গিয়ে একজন অভিভাবিকা দেখেন খিচুড়িতে 'সরীসৃপ'। নজরে আসতেই উত্তেজনা ছড়ায়৷


অভিভাবিকা সাবিনা বেগম বলেন,আমি বাড়িতে নিয়ে গিয়ে খিচুড়িটা ঢেলেছিলাম। তারপর কিছুটা খাওয়া হয়ে গিয়েছিল। গরম খিচুড়ি বলে বাকিটা ঠান্ডা করার জন্য ছড়িয়ে দেওয়া হয়। ছড়িয়ে দেবার সময়ই দেখতে পাওয়া যায় খিচুড়িতে 'সরীসৃপ'। এই দেখেই খিচুড়িটা নিয়ে এসে দিদিকে দেখাই। অন্য দিনে ভালো খিচুড়ি দেওয়া হয়। আজকেই এরকম ঘটনা ঘটলো।

Leave a comment