২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মুকুলের ছেড়ে দেওয়া পিএসি চেয়ারম্যানের পদে কী এবার কৃষ্ণ কল্যাণী!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার
  • / 43

পুবের কলম প্রতিবেদক:  মুকুলের ইস্তফাতেও কৌশল বদলাচ্ছে না তৃণমূলের। মুকুলের পথ ধরেই এবার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী। রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে। তবে রাজ্য বিধানসভায় তাঁর পরিচয় তিনি এখনও বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, মুকুল রায়ের ইস্তফার পর তৃণমূলে থাকা এই বিজেপি বিধায়কের উপরই পড়তে চলেছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। খাতায়-কলমে মুকুলের ইস্তফার কথা প্রকাশ্যে আসার পর যে আশংকা প্রকাশ করেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তাই সত্যি হতে চলেছে। মুকুলের প্রস্থানের পর সেই পথ ধরেই পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রায়গঞ্জের বিধায়ক।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

এদিকে বিধানসভা সূত্রে খবর, এদিন মুকুল রায়ের সঙ্গেও আলাদা করে কথা বলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। তার কাছে তিনি এও জানতে চান, তিনি যে ইস্তফাপত্র দিয়েছেন তা কি তিনি স্বেচ্ছায় দিয়েছেন। না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে। জানা গিয়েছে, জবাবে মুকুল রায় অধ্যক্ষকে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় এই ইস্তফা দিয়েছেন। এরপরই মুকুল রায় ইস্তফা পত্র তিনি গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। তবে এরপর কৃষ্ণ কল্যাণীকে এই জায়গায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: ‘আইএএস’ পদে উন্নীত শাকিল আহমেদ

আর শাসকদলের এই অবস্থানে বিজেপির তরফ থেকে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে,  এমনটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল সরকার এবং এই অধ্যক্ষের কাছে গণতান্ত্রিকভাবে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগের প্রত্যাশা করা যায় না। তাই যা হওয়ার সেটাই হচ্ছে।

আরও পড়ুন: ‘পাপা আপনি আমাদের..’   রাজীব গান্ধির প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়াতে  আবেগঘন পোস্ট রাহুলের  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুকুলের ছেড়ে দেওয়া পিএসি চেয়ারম্যানের পদে কী এবার কৃষ্ণ কল্যাণী!

আপডেট : ২৮ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক:  মুকুলের ইস্তফাতেও কৌশল বদলাচ্ছে না তৃণমূলের। মুকুলের পথ ধরেই এবার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী। রাজ্য বিধানসভা সূত্রে এমনটাই খবর। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জেতার কয়েক মাসের মধ্যেই তিনি যোগ দেন তৃণমূলে। তবে রাজ্য বিধানসভায় তাঁর পরিচয় তিনি এখনও বিজেপি বিধায়ক।

সূত্রের খবর, মুকুল রায়ের ইস্তফার পর তৃণমূলে থাকা এই বিজেপি বিধায়কের উপরই পড়তে চলেছে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। খাতায়-কলমে মুকুলের ইস্তফার কথা প্রকাশ্যে আসার পর যে আশংকা প্রকাশ করেছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য তাই সত্যি হতে চলেছে। মুকুলের প্রস্থানের পর সেই পথ ধরেই পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান পদে রায়গঞ্জের বিধায়ক।

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে পোস্ট করায় গ্রেফতার কংগ্রেস মুখপাত্র, ‘বাক স্বাধীনতায় আঘাত’ সরব হাত শিবির

এদিকে বিধানসভা সূত্রে খবর, এদিন মুকুল রায়ের সঙ্গেও আলাদা করে কথা বলেন স্পিকার বিমান বন্দোপাধ্যায়। তার কাছে তিনি এও জানতে চান, তিনি যে ইস্তফাপত্র দিয়েছেন তা কি তিনি স্বেচ্ছায় দিয়েছেন। না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে। জানা গিয়েছে, জবাবে মুকুল রায় অধ্যক্ষকে জানিয়েছেন তিনি স্বেচ্ছায় এই ইস্তফা দিয়েছেন। এরপরই মুকুল রায় ইস্তফা পত্র তিনি গ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। তবে এরপর কৃষ্ণ কল্যাণীকে এই জায়গায় নিয়ে আসার কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: ‘আইএএস’ পদে উন্নীত শাকিল আহমেদ

আর শাসকদলের এই অবস্থানে বিজেপির তরফ থেকে পাল্টা কটাক্ষ করে বলা হয়েছে,  এমনটাই প্রত্যাশিত ছিল। তৃণমূল সরকার এবং এই অধ্যক্ষের কাছে গণতান্ত্রিকভাবে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগের প্রত্যাশা করা যায় না। তাই যা হওয়ার সেটাই হচ্ছে।

আরও পড়ুন: ‘পাপা আপনি আমাদের..’   রাজীব গান্ধির প্রয়াণ দিবসে সোশ্যাল মিডিয়াতে  আবেগঘন পোস্ট রাহুলের