১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুধাকে দেখলে ‘অভি না যাও ছোড়কে’ গাইতেন নারায়ণ মূর্তি

সামিমা এহসানা
  • আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার
  • / 11

পুবের কলম ওয়েব ডেস্ক: একসঙ্গে বহু ওঠা পড়ার সাক্ষী থেকেছেন সূধা ও নারায়ণ মূর্তি। সফল দাম্পত্য থেকে ইনফোসিসের প্রতিষ্ঠা, সবেতেই চার হাত কাছাকাছি ছিল। এমনকি একদিন আগেই যখন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিচ্ছিলেন সুধা মূর্তি, তখনও পাশেই ছিলেন নারায়ণ মূর্তি। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪ এ এসে স্ত্রী সুধা মূর্তির সঙ্গে কিভাবে সখ্য গড়ে উঠল, তার গল্প শোনালেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তি।

নায়ারণ বলেন, আমি ফ্রান্স থেকে সবে ফিরে একটি এনজিওর কাজে যোগ দিয়েছিলাম। আমার জীবনের কোনও লক্ষ্যও ছিল না। কিন্তু সুধার সঙ্গে আলাপ হওয়ার পর জীবন পাল্টালো। পুনের একটি জুসের দোকানে আমি সুধার সঙ্গে প্রায় দেখা করতাম। তখন আমি ওর জন্যে প্রায়ই গাইতাম, ‘অভি না যাও ছোড় কর’।

সুধার মন জয় করলেন কিভাবে? এই প্রশ্নের জবাবে নারায়ণ মূর্তি বলেন, সুধা খুব উৎসাহী ও আত্মবিশ্বাসী ছিল। কথা বলতে খুব পছন্দ করত। ওর মন জয় করার একটাই উপায় খুঁজে পেয়েছিলাম আমি। সুধা পড়তে ভালোবাসতো। আমি ওকে বিভিন্ন ধরণের বই দিতাম। স্ত্রীর প্রশংসা করে নারায়ণ বলেন, ইনফোসিসের প্রতিষ্ঠাতাদের মধ্যে সবথেকে বেশি যোগ্য হলেন সুধা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুধাকে দেখলে ‘অভি না যাও ছোড়কে’ গাইতেন নারায়ণ মূর্তি

আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: একসঙ্গে বহু ওঠা পড়ার সাক্ষী থেকেছেন সূধা ও নারায়ণ মূর্তি। সফল দাম্পত্য থেকে ইনফোসিসের প্রতিষ্ঠা, সবেতেই চার হাত কাছাকাছি ছিল। এমনকি একদিন আগেই যখন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিচ্ছিলেন সুধা মূর্তি, তখনও পাশেই ছিলেন নারায়ণ মূর্তি। ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪ এ এসে স্ত্রী সুধা মূর্তির সঙ্গে কিভাবে সখ্য গড়ে উঠল, তার গল্প শোনালেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তি।

নায়ারণ বলেন, আমি ফ্রান্স থেকে সবে ফিরে একটি এনজিওর কাজে যোগ দিয়েছিলাম। আমার জীবনের কোনও লক্ষ্যও ছিল না। কিন্তু সুধার সঙ্গে আলাপ হওয়ার পর জীবন পাল্টালো। পুনের একটি জুসের দোকানে আমি সুধার সঙ্গে প্রায় দেখা করতাম। তখন আমি ওর জন্যে প্রায়ই গাইতাম, ‘অভি না যাও ছোড় কর’।

সুধার মন জয় করলেন কিভাবে? এই প্রশ্নের জবাবে নারায়ণ মূর্তি বলেন, সুধা খুব উৎসাহী ও আত্মবিশ্বাসী ছিল। কথা বলতে খুব পছন্দ করত। ওর মন জয় করার একটাই উপায় খুঁজে পেয়েছিলাম আমি। সুধা পড়তে ভালোবাসতো। আমি ওকে বিভিন্ন ধরণের বই দিতাম। স্ত্রীর প্রশংসা করে নারায়ণ বলেন, ইনফোসিসের প্রতিষ্ঠাতাদের মধ্যে সবথেকে বেশি যোগ্য হলেন সুধা।