০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কালো বৃহস্পতিবারঃ শেয়ার বাজারে বিপর্যয় থামবে কোথায় ?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 32

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ কালো বৃহস্পতিবার। সকাল সাড়ে আটটায় রুশ প্রেসিডেন্ট ইউক্রেন আক্রমণের ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভারত এশিয়ার প্রায় সমস্ত দেশে শেয়ার বাজারে ধ্বস নামে। বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ৫০  বৃহস্পতিবার তীব্রভাবে পড়ে প্রায় ৩% নেমে আসে।

এইদিন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স (Sensex)। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৯২৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে। আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহত

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আতঙ্কে  অনেকেই টাকা তুলে নেওয়া  শুরু করেছেন বাজার থেকে।  তাই  পতন হয়েছে  সেনসেক্স ও নিফটির।এশিয়ার  সমস্ত  শেয়ার বাজারে  বৃহস্পতিবার  সকাল থেকেই  দেখা যাচ্ছে  পতন। আন্তর্জাতিক বাজারে  অপরিশোধিত  তেলের দাম  পেরিয়ে গিয়েছে ১০০ ডলার।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কালো বৃহস্পতিবারঃ শেয়ার বাজারে বিপর্যয় থামবে কোথায় ?

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ কালো বৃহস্পতিবার। সকাল সাড়ে আটটায় রুশ প্রেসিডেন্ট ইউক্রেন আক্রমণের ঘোষণা করার সঙ্গে সঙ্গে ভারত এশিয়ার প্রায় সমস্ত দেশে শেয়ার বাজারে ধ্বস নামে। বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি ৫০  বৃহস্পতিবার তীব্রভাবে পড়ে প্রায় ৩% নেমে আসে।

এইদিন সকালেই প্রায় দু’হাজার পয়েন্ট পড়ে সেনসেক্স (Sensex)। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত ১৯২৩ পয়েন্ট পড়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৫৫ হাজার ৩০৮ পয়েন্টে। আর ৪১৬ পয়েন্ট পড়ে নিফটি দাঁড়ায় ১৬ হাজার ৬৪৬। সবমিলিয়ে শেয়ার বাজার পারদ পতন অব্যাহত

আরও পড়ুন: তালিবান সরকারকে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা

 

আরও পড়ুন: Russia-Ukraine War: তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

আতঙ্কে  অনেকেই টাকা তুলে নেওয়া  শুরু করেছেন বাজার থেকে।  তাই  পতন হয়েছে  সেনসেক্স ও নিফটির।এশিয়ার  সমস্ত  শেয়ার বাজারে  বৃহস্পতিবার  সকাল থেকেই  দেখা যাচ্ছে  পতন। আন্তর্জাতিক বাজারে  অপরিশোধিত  তেলের দাম  পেরিয়ে গিয়েছে ১০০ ডলার।

আরও পড়ুন: ২২ বছর পর তালিবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা প্রত্যাহার রাশিয়ার