১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাটের কাছে অবসরের কারণ জানতে চাইল ভাজ্জির ৯ বছরের কন্যা

পুবের কলম ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়ে অনেককেই অবাক করে দিয়েছেন বিরাট কোহলি। অজিত আগরকরের মতো কয়েকজন যদিও বলছেন বিরাটের অবসরের প্রসঙ্গটা তাঁরা জানতেন। কিন্তু হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা স্বপ্নেও ভাবতে পারেননি এত তাড়াতাড়ি বিরাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন।

বিরাটের অবসর বিশাল ধাক্কা দিয়েছে শিশুমনেও। হরভজনের ৯ বছরের কন্যা হিনায়া বিরাট কোহলির দারুণ ভক্ত। কোহলির এমন আকস্মিক অবসরে সেও হতবাক হয়ে গিয়েছে। এক সাক্ষাৎকারে ভাজ্জি জানিয়েছেন, ‘আমি বুঝতে পারিনি এখনই বিরাট কেন অবসর নিয়ে ফেলল। আমার ৯ বছরের মেয়ে আমাকে প্রশ্ন করল, ‘বাবা! বিরাট কেন অবসর নিল? তুমি তার ফোন নম্বর আমায় দাও। আমি তাকে ম্যাসেজ করব।’ হ

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

রভজন জানিয়েছেন, ‘আমি ভেবেছিলাম, ও সবার মুখে বিরাটের অবসরের কথা শুনে এমন কথা বলেছে। কিন্তু আমার কাছ থেকে বিরাটের ফোন নম্বর নিয়ে আমার মেয়ে সরাসরি বিরাটকে ম্যাসেজ করে জানতে চায় বিরাট! এত তাড়াতাড়ি তুমি অবসর কেন নিলে?’ ছোট্ট হিনায়াকে নিরাশ করেননি কিং কোহলি। হরভজন জানিয়েছেন, ‘বিরাট আমার মেয়েকে উত্তরে জানিয়েছে, ‘বেটা! এটাই সময় ছিল। তাই নিয়ে নিয়েছি।’

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১! আহত বহু

কোহলির টেস্ট অবসরে এতটাই হতবাক ভাজ্জি যে বলছেন, ‘ওর মধ্যে টেস্ট খেলার সমস্ত রকম ফিটনেস রয়েছে। তাছাড়া ওর ব্যাটে যে রান ছিল না, তা বলা যাবে না। একটা দু’টো ম্যাচে খারাপ ফর্ম হতেই পারে। ধুম করে এই সিদ্ধান্তটা কেন নিয়ে ফেলল, সেটা আমি এখনও বুঝে পারছি না।’

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রেলে নিরাপত্তার নয়া দিগন্ত: ২২৩.৮ কোটি টাকা ব্যয়ে বাংলায় বসছে ‘কবচ’ প্রযুক্তি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাটের কাছে অবসরের কারণ জানতে চাইল ভাজ্জির ৯ বছরের কন্যা

আপডেট : ৩০ মে ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে আচমকাই অবসর নিয়ে অনেককেই অবাক করে দিয়েছেন বিরাট কোহলি। অজিত আগরকরের মতো কয়েকজন যদিও বলছেন বিরাটের অবসরের প্রসঙ্গটা তাঁরা জানতেন। কিন্তু হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা স্বপ্নেও ভাবতে পারেননি এত তাড়াতাড়ি বিরাট টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন।

বিরাটের অবসর বিশাল ধাক্কা দিয়েছে শিশুমনেও। হরভজনের ৯ বছরের কন্যা হিনায়া বিরাট কোহলির দারুণ ভক্ত। কোহলির এমন আকস্মিক অবসরে সেও হতবাক হয়ে গিয়েছে। এক সাক্ষাৎকারে ভাজ্জি জানিয়েছেন, ‘আমি বুঝতে পারিনি এখনই বিরাট কেন অবসর নিয়ে ফেলল। আমার ৯ বছরের মেয়ে আমাকে প্রশ্ন করল, ‘বাবা! বিরাট কেন অবসর নিল? তুমি তার ফোন নম্বর আমায় দাও। আমি তাকে ম্যাসেজ করব।’ হ

আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেন রোহিত-কোহলি, ৯ উইকেটে জয় ভারতের

রভজন জানিয়েছেন, ‘আমি ভেবেছিলাম, ও সবার মুখে বিরাটের অবসরের কথা শুনে এমন কথা বলেছে। কিন্তু আমার কাছ থেকে বিরাটের ফোন নম্বর নিয়ে আমার মেয়ে সরাসরি বিরাটকে ম্যাসেজ করে জানতে চায় বিরাট! এত তাড়াতাড়ি তুমি অবসর কেন নিলে?’ ছোট্ট হিনায়াকে নিরাশ করেননি কিং কোহলি। হরভজন জানিয়েছেন, ‘বিরাট আমার মেয়েকে উত্তরে জানিয়েছে, ‘বেটা! এটাই সময় ছিল। তাই নিয়ে নিয়েছি।’

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১! আহত বহু

কোহলির টেস্ট অবসরে এতটাই হতবাক ভাজ্জি যে বলছেন, ‘ওর মধ্যে টেস্ট খেলার সমস্ত রকম ফিটনেস রয়েছে। তাছাড়া ওর ব্যাটে যে রান ছিল না, তা বলা যাবে না। একটা দু’টো ম্যাচে খারাপ ফর্ম হতেই পারে। ধুম করে এই সিদ্ধান্তটা কেন নিয়ে ফেলল, সেটা আমি এখনও বুঝে পারছি না।’

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ক্লাসেনের