শিক্ষকদের আন্দোলনে পড়ুয়ারা কেন, পুলিশের কাছে জবাব চাইল শিশু সুরক্ষা কমিশন

- আপডেট : ১৮ মে ২০২৫, রবিবার
- / 69
পুবের কলম ওয়েবডেস্ক: চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। তাদের আন্দোলনে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এমন প্রায় ১৭জনকে ডেকে পাঠিয়েছে বিধাননগর পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ। এবার শিক্ষকদের আন্দোলনে কেন ছোটদের শামিল করা হয়েছে, তার উত্তর চেয়ে বিধাননগর পুলিশের কাছে জবাব চাইল রাজ্যের শিশু সুরক্ষা কমিশন।
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার টানা অবস্থানের পর সাত দফা দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসে পড়েন চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকরা। তারপর থেকে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। শনিবার বিক্ষোভে শামিল হয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায় বিভিন্ন স্কুলের পড়ুয়াদের। এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। শুধু তাই নয়, ব্যাপারটা নজরে এসেছে শিশু সুরক্ষা কমিশনের। আন্দোলনে শিশুদের শামিল করা নিয়ে সরাসরি শিক্ষকদের কাছে নয়, বরং পুলিশকেই নোটিশ দিয়েছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।
এ নিয়ে পুলিশের তরফে কিছুই বলা হয়নি। অন্যদিকে আন্দোলনকারীদের প্রতিনিধি চিন্ময় মণ্ডল নামে এক শিক্ষক সংবাদমাধ্যমে জানান, একদল পড়ুয়াকে তাঁরা রাস্তায় বসে পড়িয়েছেন, আঁকা শিখিয়েছেন, এটা ঠিক। তবে যারা প্ল্যাকার্ড নিয়ে মিছিল করে আন্দোলনে শামিল হয়েছে, তাদের সঙ্গে আন্দোলনকারীদের কোনও সম্পর্ক নেই বলেও জানান তিনি। যদিও আন্দোলন নিয়ে শিশু সুরক্ষা কমিশনের জবাব তলব বিপদ আরও বাড়িয়েছে বলেই মনে করছেন অনেকে। তবে যেহেতু সরাসরি পুলিশকেই চিঠি পাঠানো হয়েছে, তাই ব্যাপারটাকে গুরুত্ব দিতে চাইছেন না আন্দোলনকারীদের একাংশ। কিন্তু পড়ুয়াদের কে বা কারা নিয়ে এলেন, উদ্দেশ্য কি ছিল, তা নিয়ে প্রশ্ন থাকছেই।